The best geography gk in bengali pdf share || জেনারেল নলেজ প্রশ্ন উত্তর ভূগোলের জি কে
![]() |
geography gk in bengali |
হ্যালো বন্ধুরা , আজ তোমাদের সাথে শেয়ার করছি geography থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। geography gk in bengali pdf টি নিচে দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে নিয়ে পারো। এখানে যে সব প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করছি সেগুলি যেকোনো পরীক্ষার জন্যে তোমাদের খুব বাক্যে আসবে। এছাড়া আমরা প্রতিদিন geography , history , জেনেরাল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। চলুন আজ geography gk থেকে কিছু প্রশ্ন দেখি :-
প্রশ্ন :- কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে ?
উত্তর :-অবরোহন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে।
প্রশ্ন :- সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ু ?
উত্তর :-সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু ।
প্রশ্ন :- বায়ুর গতিবেগ মাপার একক নাম কি ?
উত্তর :-বায়ুর গতিবেগ মাপার একক এর নাম নট।
প্রশ্ন :- তুষার রক্ষক কাকে বলে ?
উত্তর :-চিনুক বায়ু কে ।
প্রশ্ন :- বায়ুর গতি বেগ মাপার জানতে নাম কি ?
উত্তর :-বায়ুর গতি বেগ মাপার জানতে নাম এনিমোমিটার ।
প্রশ্ন :- আয়ন বায়ুর অপর নাম কি ?
উত্তর :- আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু ।
প্রশ্ন :- পৃথিবীর দীঘতম নদীর নাম কি ?
উত্তর :-পৃথিবীর দীঘতম নদীর নাম নীলনদ ।
প্রশ্ন :- পৃথিবীর বৃহতম নদীর নাম কি ?
উত্তর :-পৃথিবীর বৃহতম নদীর নাম আমাজন ।
প্রশ্ন :- অবিহবিকারের ফলে সৃষ্ট শিলা চূর্ণ কে কি বলে ?
উত্তর :-রেগোলিথ ।
প্রশ্ন :- পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোন টি ?
উত্তর :-পৃথিবীর বৃহত্তম গিরিখাত কালীগণ্ডকী ।
প্রশ্ন :- যে উচ্চভূমি দুই বা ততোধিক যদি গোষ্ঠী কে পৃথক করে তাকে কি বলে ?
উত্তর :-যে উচ্চভূমি দুই বা ততোধিক যদি গোষ্ঠী কে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে ।
প্রশ্ন :- মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল ?
উত্তর :-মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎ কাল ।
প্রশ্ন :- কৃষ্ণ মাটির নাম কি ?
উত্তর :-কৃষ্ণ মাটির নাম রেগুর ।
প্রশ্ন :- ভারতের দক্ষিণাতম পর্বতটির নাম কি ?
উত্তর :-কার্ডামম ভারতের দক্ষিণাতম পর্বত ।
প্রশ্ন :- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন টি ?
উত্তর :- আনাইমুদি ।
প্রশ্ন :- ভারতের সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি ?
উত্তর :-ধূপগড় ভারতের সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ।
প্রশ্ন :- পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন টি ?
উত্তর :- পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ।
প্রশ্ন :- ভারতের খনিজ ভান্ডার কোন টি ?
উত্তর :-ভারতের খনিজ ভান্ডার ছোটনাগপুর মালভূমি।
প্রশ্ন :- ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোন টি ?
উত্তর :-আরাবল্লী ।
প্রশ্ন :- পৃথিবীর সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর :-টর্নেডো ।
প্রশ্ন :- 2009 সালে পশ্চিমবঙ্গের প্রবল ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর :-আয়লা ।
প্রশ্ন :- সুনামি কথার অর্থ কি ?
উত্তর :-তরঙ্গ বা বন্দর ধংশীকারি ।
প্রশ্ন :- পৃথিবীর দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো ?
উত্তর :-হিমালয় ও রকি পর্বতমালা ।
প্রশ্ন :- ভারতের একটি আগ্নিয় পর্বতের নাম করো ?
উত্তর :-ব্যারেন ।
প্রশ্ন :- পৃথিবীর দীঘতম পর্বত কোন টি ?
উত্তর :-আন্দিজ পর্বত ।
প্রশ্ন :- জাপানের ফুজিয়াম কি জাতীয় পর্বত ?
উত্তর :-আগ্নিয় পর্বত ।
প্রশ্ন :- টেবিল ল্যান্ড কি নাম পরিচিত ?
উত্তর :-মালভূমি ।
প্রশ্ন :- পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি কোন টি ?
উত্তর :-তিব্বত ।
প্রশ্ন :- মৃত্তিকা গবেষণাগার টি কোথায় ?
উত্তর :-ভোপালে ।
প্রশ্ন :- ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মাটি রয়েছে ?
উত্তর :-পলি মাটি ।
প্রশ্ন :- প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয় ?
উত্তর :-বনভূমিকে ।
প্রশ্ন :- পৃথিবীর দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য টি কোথায় রয়েছে ?
উত্তর :-তামিলনাড়ুতে ।
প্রশ্ন :- মরুভূমি অঞ্চলে শুস্ক ও শুষ্কপ্রায় মৃত্তিকাকে কী বলে ?
উত্তর :-সিরোজেম ।
প্রশ্ন :- হিমবাহ সৃষ্ট মাটি কে কি বলে ?
উত্তর :-বোল্ডার ।
প্রশ্ন :- কোন কোন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়েছে ?
উত্তর :-গ্রানাইট ও সিস্ট জাতীয় শিলা ।
প্রশ্ন :- পলল মাটি কি কি বর্ণের হয় ?
উত্তর :-হালাক বাদামি থেকে হালজক হলুদ ।
প্রশ্ন :- কোন এমটিতে অধিক পরিমানে ক্ষার কিয় অক্সাইড থাকে ?
উত্তর :-সিরোজেম মাটিতে ।
প্রশ্ন :- কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
উত্তর :-ল্যাটেরাইট মাটির ।
প্রশ্ন :- ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র টি কোথায় ?
উত্তর :-ভোপালে ।
প্রশ্ন :- ভারতের দীঘতম নদী কোনটি ?
উত্তর :-গঙ্গা ।
প্রশ্ন :-দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলে ?
উত্তর :-কাবেরী নদীর ব-দ্বীপ অঞ্চল কে ।
প্রশ্ন :-গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্ৰীষ্টাব্দে গৃহীত হয় ?
উত্তর :-১৯৮৫ খ্ৰীষ্টাব্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন