Search Here

Breaking

২২_১১_২১

ভূগোল mcq প্রশ্ন উত্তর ১৫০ geography gk in bengali

 ভূগোল mcq প্রশ্ন উত্তর  ১৫০ geography gk in bengali 

হ্যালো  বন্ধুরা ,  আজ তোমাদের সাথে ভূগোল mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।  আমরা চেষ্টা করি যে প্রশ্ন গুলি প্রতি বছর প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসছে সে গুলি তুলে ধারার। আশাকরি এই পর্বে যে geography gk গুলি আলোচনা করা হয়েছে সে গুলি তোমাদের উপকারে আসবে। bengali তে পিডিএফ টি নিচে দেওয়া আছে চাইলে সেখান থেকে নিতে পারো। geography gk in bengali তে যদি আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন। 

geography gk in bengali


প্রশ্ন :-মরুঅঞ্চলে চলমান বাড়িয়ারই কে কি বলে ?

উত্তর :-ধীমান


 প্রশ্ন :-মরুঅঞ্চলে ক্ষয়প্রাপ্ত শিলা কে কি বলে ?

উত্তর :-ইনসেলবাজ।

 

 প্রশ্ন :-মরুঅঞ্চলে শুস্ক নদী কি নাম পরিচিত ?

উত্তর :-মরুঅঞ্চলে শুস্ক নদী  ওয়াদি নাম পরিচিত। 


 প্রশ্ন :-উল্কা পুড়ে ছাই হয় কোন স্তরে?

উত্তর :-মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়। 


 প্রশ্ন :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান কত ?

উত্তর :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান  78.08%


প্রশ্ন :-বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি ?

উত্তর :-গ্রীনহাউস গ্যাস। 


 প্রশ্ন :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান কত ?

উত্তর :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান ৩৪ %


 প্রশ্ন :-তৃতীয় বিশ্বের দেশ গুলির মধ্যে গ্রীন হাউস গ্যাস সৃষ্টি করে কোন গ্যাস ?

উত্তর :-চীন। 


 প্রশ্ন :-বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণতা হওয়ার কারণ কি ?

উত্তর :-পরিবহন। 


 প্রশ্ন :-সূর্য সারাবছর লম্ব ভাবে বিরাজ করে কোন কোথায় ?

উত্তর :-০ ডিগ্রি তে। 


প্রশ্ন :-মৌসুমী কথার অর্থ কি ?

উত্তর :-ঋতু। 


 প্রশ্ন :-ভারতের শীতকালীন বৃষ্টি পাত কোথায় হয় ?

উত্তর :-পশ্চিম ভারতে। 

geography gk in bengali questiona and answer part-1

 প্রশ্ন :-ভারতে দু বার বৃষ্টি পাত দেখা যাই কোন উপকূলে ?

উত্তর :-কারমন্ডল উপকূলে। 


 প্রশ্ন :-কোন ঋতুতে তামিলনাড়ুতে অম্লবৃষ্টি হয় ?

উত্তর :-গ্রীস্ম ঋতু  তে । 


 প্রশ্ন :-কলকাতায় কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?

উত্তর :- ১০ জুন। 


প্রশ্ন :-তুলা চাষ  কোন মাটিতে ভালো হয় ?

উত্তর :-কৃষ্ণ মাটি তে। 


 প্রশ্ন :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কি ?

উত্তর :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল চীনাবাদাম। 


 প্রশ্ন :-ভারতে মাটি গবেষণাগার কোথায় আছে ?

উত্তর :-যোধপুরে। 


 প্রশ্ন :-মান্নার উপসাগর কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে ?

উত্তর :-ভারত ও শ্রীলঙ্কা। 


 প্রশ্ন :-ভারতের সিলিকন ভ্যালি বলা হয়  কাকে বলে ও কেন ?

উত্তর :-বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ এখানে ভারতের সর্বাধিক ইলেকট্রিক শিল্প কেন্দ্র গুলি গড়ে উঠেছে।  এছাড়া বেঙ্গালুরু তে IT ও অন্যান প্রযুক্তি বিদ্যার প্রচুর বিস্তার ঘটেছে। 


প্রশ্ন :-বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে ?

উত্তর :-কার্পাস চাষে। 

geography gk in bengali part-2

 প্রশ্ন :-পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত ?

উত্তর :-3214 কিলোমিটার। 


 প্রশ্ন :-ত্রিপুরা বৃহত্তম অভয়ারণ্য কোনটি ?

উত্তর :-সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি। 


 প্রশ্ন :-ত্রিপুরাই কয়টি ব্লক আছে ?

উত্তর :- ৭ টি ব্লক আছে। 


 প্রশ্ন :-ভারতের পাট ক্ষেত্র কাকে বলে ?

উত্তর :-পলি মাটি নিম্ন গঙ্গা সমভূমি কে। 


প্রশ্ন :-অরণ্য সপ্তাহ পালিত হয় কবে ?

উত্তর :-১৪ জুন থেকে ২১ জুন। 


 প্রশ্ন :-ভারতের চা উৎপাদন  কোথায় বেশি হয় ?

উত্তর :-অসম। 


 প্রশ্ন :-ভারতের সর্বাধিক জল সেচ করা জয় কোন পদ্বতিতে ?

উত্তর :-কূপ ও নলকূপ। 


 প্রশ্ন :-শিল্পের শিল্প কাকে বলা হয় ?

উত্তর :-মোটর গাড়ি শিল্প কে শিল্পের শিল্প বলা হয়। 


 প্রশ্ন :-ভারতের জনবিরল রাজ্য কোন টি ?

উত্তর :-ভারতের জনবিরল রাজ্য  সিকিম। 


প্রশ্ন :-ভারতের কাশি কাকে বলা হয় ?

উত্তর :-মাদুরাই কে ভারতের কাশি বলা হয়। 


 প্রশ্ন :-পূর্ব ভারতের কাশ্মীর কাকে বলা হয় ?

উত্তর :-মনিপুর কে পূর্ব ভারতের কাশ্মীর  বলা হয়। 


 প্রশ্ন :- ভারতের tech -city  কাকে বলা হয় ?

উত্তর :-পুনে কে ভারতের tech -city   বলা হয়। 


 প্রশ্ন :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল কোন শস্যের উপর ?

উত্তর :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল  গম শস্যের উপর। 

geography gk in bengali part-3

 প্রশ্ন :-সবুজ  বিপ্লব কথাটি কে প্রথম আবিষ্কার করেন ?

উত্তর :-নরম্যান বোরোলগ। 


প্রশ্ন :-প্রধান প্রধান রবি শস্য গুলি কি কি ?

উত্তর :-গম ,জব ,তৈলবীজ ,আলু , ডাল। 


 প্রশ্ন :-মোরাকোটালে চাঁদ ও সূর্যের অবস্থান পরস্পর কত কোন হয় ?

উত্তর :- সমকোণে। 


 প্রশ্ন :-পরিবেশ মিত্র বর্জ্য কোনটি ?

উত্তর :-চট। 


 প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল কোন টি ?

উত্তর :-পন্ডিচেরী। 


 প্রশ্ন :-নদীর নিক পয়েন্টের মধ্যে কি সৃষ্টি হয় ?

উত্তর :-নদীর নিক পয়েন্টের মধ্যে জলপ্রপাত সৃষ্টি হয়। 


প্রশ্ন :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোন টি ?

উত্তর :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ সিয়াচিন। 


প্রশ্ন :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম লেখো ?

উত্তর :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম বেদুইন। 


প্রশ্ন :-সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত ?

উত্তর :-সাইল্যান্ট ভ্যালি কেরলে অবস্থিত। 


প্রশ্ন :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?

উত্তর :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে  1.3 sec

geography gk in bengali আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন