ভূগোল প্রশ্ন উত্তর geography gk bengali pdf share with you
প্রিয় বন্ধুরা , আজ এই পর্বে বেশ কিছু geography gk নিয়ে আলোচনা করবো। আশাকরি এই ভূগোল প্রশ্ন উত্তর গুলি তোমাদের খুব কাজে আসবে। আমরা প্রতিদিন bengali gk নিয়ে আলোচনা করি। নিচে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চলুন দেরি না করে geography gk গুলি দেখাযাক :-
![]() |
geography gk in bengali |
প্রশ্ন :-চীনের ম্যানচেস্টার কাকে বলে ?
উত্তর :সাংহাই কে চীনের ম্যানচেস্টার বলে ।
প্রশ্ন :-জলের গভীরতা মাপার একক কি ?
উত্তর :-জলের গভীরতা মাপার একক ফ্যাদাম।
প্রশ্ন :-চাঁদ থেকে পৃথিবী তে আলো আসতে সময় লাগে কত ?
উত্তর :-চাঁদ থেকে পৃথিবী তে আলো আসতে সময় লাগে 1.3 second।
প্রশ্ন :-বিশ্বের দীঘতম নৌ বন্দর কোনটি ?
উত্তর :-বিশ্বের দীঘতম নৌ বন্দর পোর্ট অফ নেউয়র্ক এন্ড নিউ জার্সি ।
প্রশ্ন :-পৃথিবীর কেন্দ্র মন্ডলের তাপমাত্রা কত ?
উত্তর :-৬০০০ ডিগ্রি সেলসিয়াস ।
প্রশ্ন :-চিনে ঘূর্নবাত কি নাম পরিচিত ?
উত্তর :-টাইফুন নামে পরিচিত ।
প্রশ্ন :-ম্যাগমা কাকে বলে ?
উত্তর :-ভূ-গর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ ।
প্রশ্ন :-ভারতের বিখ্যাত মহানগরী কোনটি ?
উত্তর :-ভারতের বিখ্যাত মহানগরী মুম্বাই ।
প্রশ্ন :-উগান্ডার রাজধানীর নাম কি ?
উত্তর :-কাম্পালা উগান্ডার রাজধানীর নাম ।
প্রশ্ন :-পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি কোবাল্ট রপ্তানি করে ?
উত্তর :-জিম্বাবোয়ে সব থেকে বেশি কোবাল্ট রপ্তানি করে।
প্রশ্ন :-আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমি টির নাম কি ?
উত্তর :-আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমি টির নাম কালাহারি ।
প্রশ্ন :- সাহারা মরুভূমীর যে সব স্থানে শিলাময় তাকে কি বলে ?
উত্তর :-সাহারা মরুভূমীর যে সব স্থানে শিলাময় তাকে হামাদ বলে ।
প্রশ্ন :- পৃথিবীর কোন দেশ কে পৃথিবীর ক্ষুত্র প্রতিরূপ বলে ?
উত্তর :- ভারত কে পৃথিবীর ক্ষুত্র প্রতিরূপ বলে।
প্রশ্ন :- রিক্টার স্কেল এ কি পরিমাপ করা হয় ?
উত্তর :- ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ।
প্রশ্ন :- ভারতের দক্ষিণে ডেকান ট্রাপ কোন শিলাই গঠিত ?
উত্তর :- ভারতের দক্ষিণে ডেকান ট্রাপ ব্যাসল্ট শিলাই গঠিত।
প্রশ্ন :- কোন হ্রদের তীরে চিকাগো শহর টি রয়েছে ?
উত্তর :- মিচিগান হ্রদের তীরে চিকাগো শহর টি রয়েছে ।
প্রশ্ন :- কোন স্রোত মৌসুমী বায়ুর সাথে সাথে দিক পরিবর্তন করে ?
উত্তর :- সোমালি স্রোত মৌসুমী বায়ুর সাথে সাথে দিক পরিবর্তন করে ।
প্রশ্ন :- ভারতের সবচেয়ে পুরাতন তৈলখনি কোনটি ?
উত্তর :- ভারতের সবচেয়ে পুরাতন তৈলখনি ডিগবয় ।
প্রশ্ন :- বারাণসী কোথায় অবস্থিত ?
উত্তর :- মধ্য গঙ্গা সমতলভূমি ।
প্রশ্ন :- কোন রাজ্য ভেগ্ঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় ?
উত্তর :- মধ্যপ্রদেশ রাজ্য ভেগ্ঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়।
প্রশ্ন :- দামোদর পতাকা অঞ্চলে পুরাতন কয়লা খনির নাম কি ?
উত্তর :- দামোদর পতাকা অঞ্চলে পুরাতন কয়লা খনির নাম হলো রানীগঞ্জ ।
প্রশ্ন :-বরাকর কোন নদীর প্রধান শাখা ?
উত্তর :- বরাকর দামোদর নদীর প্রধান শাখা ।
প্রশ্ন :- ভারতের কোন অঞ্চলে বছরে দুই বার বৃষ্টি হয় ?
উত্তর :- তামিলনাড়ু অঞ্চলে বছরে দুই বার বৃষ্টি হয়।
প্রশ্ন :- সিরোজেম কি ?
উত্তর :- মারু অঞ্চলের মাটিকে সিরোজেম বলে ।
প্রশ্ন :- কোথায় সারাবছর দিন রাত্রি সমান হয় ?
উত্তর :- বিষুবরেখা ই সারাবছর দিন রাত্রি সমান হয়।
প্রশ্ন :-ভারতের একটি উপহ্রদের নাম লেখো ?
উত্তর :- ভারতের একটি উপহ্রদের নাম চিল্কা ।
প্রশ্ন :- আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর :- আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম ।
প্রশ্ন :- লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত ?
উত্তর :- লাক্ষাদ্বীপ প্রবল দ্বারা গঠিত।
প্রশ্ন :- পশ্চিম হিমালয়ের একটি উল্লেখ যোগ্য গিরিপথের নাম লেখো ?
উত্তর :- পশ্চিম হিমালয়ের একটি উল্লেখ যোগ্য গিরিপথের নাম রোটাং ।
প্রশ্ন :- ভারত থেকে মানায়মার কোন গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয় ?
উত্তর :- ভারত থেকে মানায়মার দীপহু পাস গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয়।
প্রশ্ন :- পূর্ব উপকূলের সমভূমির স্থানীয় নাম কি ?
উত্তর :- পূর্ব উপকূলের সমভূমির স্থানীয় নাম পাইয়ানঘাট ।
প্রশ্ন :- দক্ষিণ ভারতের উল্লেখ যোগ্য শৈলাবাস টি ?
উত্তর :- দক্ষিণ ভারতের উল্লেখ যোগ্য শৈলাবাস উঠকামন্ড ।
প্রশ্ন :- নর্মদা নদীর উৎস্থলের নাম কি ?
উত্তর :- নর্মদা নদীর উৎস্থলের নাম অমরকণ্টক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন