আজ তোমাদের সাথে general science এর pdf টি শেয়ার করছি , যারা সৰকাৰী চাকরির পরীক্ষার জন্যে bengali gk এর সন্ধান করছিলে , তারা নিচে দেওয়া লিংক থেকে ডউনলোড করে নিতে পারো।এখানে প্রায় 200 এর বেশি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চলুন দেরি না করে আজকের general science থেকে কিছু গুরুত্বপূর্ণ gk দেখি :-
1. প্রশ্ন :-একটি অন্তঃপরজীবীর নাম কি ?
উত্তর :-একটি অন্তঃপরজীবীর নাম টিনিয়া ।
2. প্রশ্ন :-একটি মরুজ প্রাণীর নাম লেখো ?
উত্তর :-একটি মরুজ প্রাণীর হলো মোলক হরিদাস নামক গিরগিটি ।
3. প্রশ্ন :-ফণীমনসার কাটা কি ধরনের অঙ্গ ?
উত্তর :-পাতা ।
4. প্রশ্ন :-কোন প্রাণ কখনো জল প্রাণ করে না ?
উত্তর :-এন্টিলোপ ।
4. প্রশ্ন :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কি ?
উত্তর :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস সূর্য ।
5. প্রপ্রশ্ন :- তেঁতুলে কোন আসিড থাকে ?
উত্তর :- টারটারিক ।
6.প্রশ্ন :-মানুষের দুটি সহায়ক রেচন অঙ্গের নাম লেখো ?
উত্তর :-ত্বক ও যকৃত।
7.প্রশ্ন :-চিঙড়ির রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-চিঙড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি ।
8.প্রশ্ন :-বৃক্ক থেকে কি হরমোন ক্ষরিত হয় ?
উত্তর :-এরিথ্রোপোয়েটিন ।
9.প্রশ্ন :-বৃক্কের গঠন গত ও কার্যগত একক কি ?
উত্তর :-নেফ্রন ।
10.প্রশ্ন :-কোন উপাদানের জন্যে মূত্রের রং হলুদ হয় ?
উত্তর :-ইউরোক্রোম ।প্রশ্ন :-মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো ?
উত্তর :-গ্লুকোজ ও আলবুমিন ।
প্রশ্ন :-মূত্রের মাধ্যমে রক্ত নির্গত করা কে কি বলে ?
উত্তর :-হিমাচুরিয়া ।
প্রশ্ন :-যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় ?
উত্তর :-BCG।
প্রশ্ন :-হুপিং কাশির কোন ভ্যাকসিন দেওয়া হয় ?
উত্তর :-DPT।
প্রশ্ন :-ডায়রিয়া কি ঘাটিত রোগ ?
উত্তর :-ব্যাকটেরিয়া ।
প্রশ্ন :-কোন রোগে ফুসফুস আক্রাত হয় ?
উত্তর :-নিউমোনিয়া ।
প্রশ্ন :-ব্রেকবোন রোগ কি কিসের কারণে ?
উত্তর :-ডেঙ্গু ।
প্রশ্ন :-স্ত্রী মশা দ্বারা বাহিত রোগ কি ?
উত্তর :-ডেঙ্গু ।
প্রশ্ন :-একটি আলোকপ্রেমী উদ্ভিত হলো ?
উত্তর :-সূর্যমুখী ।
প্রশ্ন :-কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেয় ?
উত্তর :-ট্যান্সলি ।
প্রশ্ন :-একটি দীর্ঘদিব উদ্ভিত হলো ?
উত্তর :-পালং ।
প্রশ্ন :-কোন পদার্থ বিপাকের ফলে গদ উৎপন্ন হয় ?
উত্তর :-সেলুলোজ ।
প্রশ্ন :-নিকোটিন কোন গাছের পাতায় পাওয়া যাই ?
উত্তর :-তামাক ।
প্রশ্ন :-শামুকের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-বৃক্ক।
প্রশ্ন :-ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যাই ?
উত্তর :-আপেল ।
প্রশ্ন :-পতঙ্গের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-ম্যালপিজিয়াম নালিকা ।
প্রশ্ন :-উদ্ভিতের রেচন পদ্ধতির দুটি নাম লেখো ?
উত্তর :-পত্রমোচন ও বাকলমোচন।
প্রশ্ন :-কোন বহুকোষী প্রাণীর রেচন অঙ্গ অনুপস্থিত ?
উত্তর :-হাইড্রা ।
প্রশ্ন :-পুকুরের নেকটন কোন টি ?
উত্তর :-মাছ ।
প্রশ্ন :-ভ্যাকসিন প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যাবহার করা হয় ?
উত্তর :-গুটিবসন্ত ।
প্রশ্ন :-সবচেয়ে বারো আকারের এন্টিবডি?
উত্তর :-IgM।
প্রশ্ন :-বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ?
উত্তর :-জেনার ।
প্রশ্ন :-পোলিও রোগের প্রতিষোধক কোনটি ?
উত্তর :-opv।
প্রশ্ন :-জন্মের পর মানব শিশুকে কোন টিকা সোয়া উচিত ?
উত্তর :-BCG।
প্রশ্ন :-lock -jaw লক্ষণ কোন রোগে দেখা যাই ?
উত্তর :-টিটেনাস ।
প্রশ্ন :-কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লোকোজ নির্গত হয় ?
উত্তর :-মধুমেহ ।
প্রশ্ন :-কফি গাছের বীজ থেকে কি উপকার পাওয়া যাই ?
উত্তর :-ক্যাফেইন ।
প্রশ্ন :-মানব দেহে বৃহত্তম গ্রন্থির নাম লেখো ?
উত্তর :-লিভার ।
প্রশ্ন :-সবচেয়ে বোর ভাইরাস কোনটি ?
উত্তর :-গো বসন্তের ভাইরাস ।
প্রশ্ন :-মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি ?
উত্তর :-প্ল্যাঙ্কটন ।
প্রশ্ন :-রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমন ধাতু কোন টি ?
উত্তর :-ক্যালসিয়াম ।
প্রশ্ন :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় ?
উত্তর :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় নিউক্লিয়াস কে ।
প্রশ্ন :-মানব দেহে সচেয়ে বড় খনিজ পদার্থের নাম কি ?
উত্তর :-সোডিয়াম ।
প্রশ্ন :-লোহিত কণিকার আয়ুকাল কত ?
উত্তর :-লোহিত কণিকার আয়ুকাল 120দিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন