General science in bengali pdf ||সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
আজ এই পর্বে সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। এছাড়া এর pdf টি নিচে দেওয়া আছে। আমরা general science এর উপর আরো প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করছি। চলুন দেরি না করে আজ সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর গুলি দেখি :-  |
general science in bengali |
প্রশ্ন :- মাটিতে নাইট্রোজেন বন্ধন কোন মৌল সাহায্য করে ?
অ্যালুমিনিয়াম
আয়রন
ক্যালসিয়াম
জিঙ্ক
Ans-ক্যালসিয়াম
প্রশ্ন :-ত্বকের অনুভূতির সংগ্রাহক কোন টি
এক্সোডার্মিস
এন্ডোডার্মিস
এপিডার্মিস
কোনটি নয়
Ans-এপিডার্মিস
প্রশ্ন :-সচেয়ে বড় ভাইরাসের নাম কি ?
লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
লিউকো ভাইরাস
সিমিয়ান ভাইরাস
কোনটি নয়
Ans-লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
প্রশ্ন :-কোন জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না ?
রোডোস্পাইরিলাম
সুনারিয়া
উচ্চতর উদ্ভিত
কোনটি নয়
Ans-রোডোস্পাইরিলাম |
প্রশ্ন :-রাসায়নিক ভাবে ইনসুলিন এর প্রকৃত নাম কি ?
পেপটাইড
নিউক্লিওসাইড
কার্বোহাইডেড
কোনটি নয়
Ans-পেপটাইড
প্রশ্ন :-নিচের কোন টি ফল নয় ?
আলু
আপেল
কুমড়ো
শশা
Ans-আলু
প্রশ্ন :-কোন উদ্ভিদের মুলে ভেলমেন দেখা যাই ?
গম
মটর
রাসনা
সুন্দরী
Ans-রাসনা
প্রশ্ন :-নিচের কোন টি থেকে বিলিরুবিন তৈরি হয় ?
হিমোগ্লোবিন
লাইসোজোম
রাইবোজোম
কোনটি নয়
Ans-হিমোগ্লোবিন
প্রশ্ন :-লালারসে প্রধানত কোন উৎসেচক ক্ষরিত হয় ?
মল্টেজ
মল্টোজ
টায়ালিন
পেপসিন
Ans-টায়ালিন
প্রশ্ন :- দুটি নিউরোনের সংযোগস্থল কে কি বলে ?
উত্তর :- দুটি নিউরোনের সংযোগস্থল কে সাইন্যাপস বলে ।
প্রশ্ন :- যে যোগ্যলার আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রাখা করে সেটি কি ?
উত্তর :- যে যোগ্যলার আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রাখা করে সেটি মেনেনজেস ।
প্রশ্ন :- দেহের দৃঢ়তম পেশীটি কোথায় থাকে ?
উত্তর :- চোয়ালে দেহের দৃঢ়তম পেশীটি কোথায় থাকে।
প্রশ্ন :- পতঙ্গের ডিম্ কোন শ্রেণীভুক্ত ?
উত্তর :- পতঙ্গের ডিম্ আইসোলেসিথিল শ্রেণীভুক্ত।
প্রশ্ন :- একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য এক পরবিজীকে কি বলে ?
উত্তর :- একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য এক পরবিজীকে হাইপারপ্যারাসাইড বলে ।
প্রশ্ন :- ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষ এ সক্ষম ?
উত্তর :- মিউকর প্রাণী সালোকসংশ্লেষ এ সক্ষম।
প্রশ্ন :- সবাত ও আবাত শ্বাসনের সাধারণ পর্যায় গুলি কি ?
উত্তর :- সবাত ও আবাত শ্বাসনের সাধারণ পর্যায় গুলি গ্লাইকোলিসিস ।
প্রশ্ন :- ATP সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার কোথায় ?
উত্তর :- ATP সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার ক্রিষ্টিতে।
প্রশ্ন :- শক্তির বিপাকে কোনটির অপরিহার্য ভূমিকা আছে ?
উত্তর :- ফসফরাস এর অপরিহার্য ভূমিকা আছে।
প্রশ্ন :-মানব দেহের মস্তিষ্কের ওজন কত ?
উত্তর :- 1.2 kg।
প্রশ্ন :- সালোকসংশ্লেষ কি ধরনের পদ্ধতি ?
উত্তর :- উপচিতি পদ্ধতি।
প্রশ্ন :- উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসনের গুরুত্ব কি ?
উত্তর :- এটি শক্তি নির্গত করে ।
প্রশ্ন :-টিকা প্রথম তৈরি করেন কে ?
উত্তর :- জেনার প্রথম তৈরি করেন।
প্রশ্ন :- মানব দেহে সব চেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোন টি ?
উত্তর :- প্লীহা মানব দেহে সব চেয়ে বড়ো লসিকা গ্রন্থি।
প্রশ্ন :- ত্বকে রঙের কারণ কি ?
উত্তর :- মেলানিন থাকায় ।
প্রশ্ন :-প্রতি মিনিটে মানুষের শ্বাসহার কত ?
উত্তর :- ১৪ থেকে ১৮ বার ।
প্রশ্ন :- কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তর :- সিটা।
প্রশ্ন :- বংশগতি বিদ্যার জনক কে ?
উত্তর :- মেন্ডেল বংশগতি বিদ্যার জনক।
প্রশ্ন :- মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর :- ডিভিস।
প্রশ্ন :- সবচেযে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি ?
উত্তর :- ভেগাস ।
প্রশ্ন :- মানুষের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যাই দি ?
উত্তর :- দ্বি পত্রক কপাটিকা ।
প্রশ্ন :- মানুষের করোটির অস্থি সংখ্যা কত ?
উত্তর :- 22।
প্রশ্ন :- এক শৃঙ্গ গন্ডার কোথায় সংরক্ষিত আছে ?
উত্তর :- জলদাপাড়া ।
প্রশ্ন :- হাঁপানি প্রশমনের ঔষুধ রুপির কোনটি ব্যাবহার করা হয় ?
উত্তর :- ডাটুরিন।
প্রশ্ন :- মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ?
উত্তর :-ত্বক ।
এই অংশে আমরা রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।যে গুলি general science এর জন্যে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা bengali pdf টি নিচে দিয়েছি চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো। pdf নাম:- general science in bengali pdf part -২ সাইজ- 3mbএর পরের পর্বে আরো প্রশ্ন উত্তর থাকবে।
প্রশ্ন :- ন্যাপথলিন কি ?
উত্তর :- সমযোজী কঠিন ।
প্রশ্ন :- পেট্রোলের রাসায়নিক নাম কি ?
উত্তর :- গ্যাসোলিন ।
প্রশ্ন :- আলুমিনিয়ামের প্রধান আকরিক কি ?
উত্তর :- বক্সাইট ।
প্রশ্ন :-প্রথম পারমানবিক তত্ত্ব কে দেন ?
উত্তর :- ডালটন।
প্রশ্ন :-বায়ুমণ্ডলে অক্সিজেন এর পরিনাম কত ?
উত্তর :- 20.6%।
প্রশ্ন :- হাইড্রোজেন পরমাণুর কয়টি আইসোটোপ আছে ?
উত্তর :- ৩ টি ।
প্রশ্ন :- জার্মান সিলভার কি কি ধাতু র সংকর?
উত্তর :-cu,zn,ni ।
প্রশ্ন :- pvc এর পুরো নাম কি ?
উত্তর :- পলিভিনাইল ক্লোরাইড ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন