জেনারেল নলেজ প্রশ্ন।। bengali gk।। geography gk
![]() |
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর |
হ্যালো বন্ধুরা , আজ তোমাদের সঙ্গে জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। যারা প্রতিযুগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিছোতাদের জন্যে আজকের bengali gk গুলি খুব গুরুত্বপূর্ণ। একটা আমরা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর গুলি পিডিএফ আকারে দিয়েছি। চাইলে সেখান থেকে তোমরা নিতে পারো। আর যদি কোন বিষয়ের উপর gk প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমি সেই বিষয়ের উপর পিডিএফ করে দেবার চেষ্টা করবো।
1. প্রশ্ন :-কোন নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
উত্তর :-গোদাবরী নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ।
1.প্রশ্ন :-ভারতের কোন নদী দু বার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর : মাহি নদী ।
3.প্রশ্ন :-কোন শহর কে ঈশ্বরের আবাস বলা হয়?
উত্তর :-কেরালা শহর কর ঈশ্বরের আবাস বলা হয় ।
4.প্রশ্ন :-ভারতের দীঘতম সড়ক সেতু কোনটি ?
উত্তর :-নেহেরু সেতু ।
5.প্রশ্ন :-পাঁচ টি নদীর দেশ বলা হয়?
উত্তর :-পাঞ্জাব ।
6.প্রশ্ন :-ভারতের বৃহতম চিড়িয়াখানা কোনটি ?
উত্তর :-ভারতীয় জাদুঘর কলকাতা ।
7.প্রশ্ন :-ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি ?
উত্তর :-দিল্লির কুতুব মিনার ।
8.প্রশ্ন :-ভারতের দীঘতম খাল কোন টি ?
উত্তর :-ইন্দ্রিরা গান্ধী খাল ।
9..প্রশ্ন :-ভারতের দীঘতম উপনদী কোন টি ?
উত্তর :-যমুনা ।
10...প্রশ্ন :-আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর :-সপ্তম ।প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তর :-মালদ্বীপ ।
প্রশ্ন :-ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র কোন টি ?
উত্তর :-চীন ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র।
প্রশ্ন :-ভারতের কেন্দ্র শাসিত রাজ্য গুলির মধ্যে বৃহতম কোনটি ?
উত্তর :-আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ।
প্রশ্ন :-ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর :-সিকিম ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য।
প্রশ্ন :-মান্নান উপসাগর কোন দেশ কে ভারত থেকে বিচ্ছিন্ন্য করে আছে ?
উত্তর :-শ্রীলঙ্কা।
প্রশ্ন :-ভারতের দীঘতম বাঁধ কোনটি ?
উত্তর :-হীরাকুঁদ বাঁধ ভারতের দীঘতম বাঁধ ।
প্রশ্ন :-দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর :- আন্নাইমুদি।
প্রশ্ন :-ভারতের সব্বোর্চ জলপ্রপাত কোনটি ?
উত্তর :-গোরসোপ্পা ।
প্রশ্ন :-ভারতের কোন যদি বদ্বীপ গঠন করে ?
উত্তর :-গঙ্গা ও ব্রম্ভপুত্র ।
প্রশ্ন :-কোন যদি কে বিহারের শোক বলা হয় ?
উত্তর :-কোসি নদীকে ।
প্রশ্ন :-মিজো উপজাতি কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তর :-মিজোরাম ।
প্রশ্ন :-টোডো উপজাতি কোথায় পাওয়া যাই ?
উত্তর :-নীলগিরি পাহাড় ।
প্রশ্ন :-ভারতের বৃহতম উপজাতি কোনটি ?
উত্তর :-গোন্ড।
প্রশ্ন :-কোন কোন দেশের সীমান্তে তিনবিঘা করিডর রয়েছে ?
উত্তর :-ভারত ও বাংলাদেশ ।
প্রশ্ন :-পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত এর নাম কি ?
উত্তর :-আরাবল্লী ।
প্রশ্ন :-ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় ?
উত্তর :-ছোটোনাগপুরকে ।
প্রশ্ন :-ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্টি ?
উত্তর :-নর্মদা ।
প্রশ্ন :-ভারতের দক্ষিণে কোন মহাসাগর রয়েছে ?
উত্তর :-ভারত মহাসাগর ।
প্রশ্ন :-তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-২ জুন ২০১৪।
প্রশ্ন :-সিকিম রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-১৬ মে ১৯৭৫ ।
প্রশ্ন :-গোয়া রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-৩০ মে ১৯৮৭ ।
প্রশ্ন :-বেরিং স্রোত প্রবাহিত হয় কোন সাগরে ?
উত্তর :-প্রশান্তমহাসাগরে ।
প্রশ্ন :-পৃথিবীর গভীরতম সাগরের নাম কি ?
উত্তর :-প্রশান্তমহাসাগর ।
প্রশ্ন :-পৃথিবীর কত শতাংশ সমুদ্র দ্বারা বেষ্টিত ?
উত্তর :-৭১ % সমুদ্র দ্বারা বেষ্টিত।
প্রশ্ন :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে কি বলে ?
উত্তর :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে শৈবাল বলে ।
প্রশ্ন :-জাপান স্রোতের অপর নাম কি ?
উত্তর :-কুরসীয় স্রোত ।
প্রশ্ন :-কোন সময়ে নদীতে বান ডাকে ?
উত্তর :-ভরা কোটালে ।
প্রশ্ন :- জোয়ার ভাটার সময়ের পার্থক্য কত ?
উত্তর :-৬ ঘন্টা ১৩ মিনিট ।
প্রশ্ন :- চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলে ?
উত্তর :-মুখ্য জোয়ার ।
প্রশ্ন :- পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে কি বলে?
উত্তর :-পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে সিজিগি বলে ।
প্রশ্ন :- সিজিগি কোথায় অর্থ কি ?
উত্তর :-যোগ বিন্দু ।
প্রশ্ন :- বর্জ্যের চাপ কোথায় বেশি ?
উত্তর :-কলকাতায় বর্জ্যের চাপ কোথায়।
প্রশ্ন :- সীসা দূষণের ফলে কি রোগ হয় ?
উত্তর :-ডিস্লেক্সিয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন