Search Here

Breaking

২২_১১_২৪

History gk in bengali ||ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 History gk in bengali ||ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

history gk in bengali


আজ এই পর্বে history gk in bengali  নিয়ে আলোচনা করবো। সকল পরীক্ষার জন্যে এই প্রশ্ন ও উত্তর গুলি উপযোগী। যারা সরকারি পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছ , তাদের জন্যে রয়েছে উপর একটি পিডিএফ। ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে করা হয়েছে। 
প্রশ্ন :-বামাবোধিনী  পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন  ?
উত্তর :উমেশচন্দ্র দত্ত ।
 
প্রশ্ন :-এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স । 

প্রশ্ন :-কাঙ্গাল হরিদাস কে ছিলেন ?
উত্তর :গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক হরিদাস মজুমদার কাঙ্গাল হরিদাস  নাম পরিচিত । 

প্রশ্ন :-চার্লস উড কে ছিলেন ?
উত্তর :ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। 

প্রশ্ন :-হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত ১৮১৭ সালে । 

প্রশ্ন :-যত মত তত পথ  কার নির্দেশিত বাণী  ?
উত্তর :রামকৃষ্ণ পরমহংস  দেব এর বাণী । 

প্রশ্ন :-হিন্দু কলেজের বর্তমান নাম কি ?
উত্তর :প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । 

প্রশ্ন :-ডিরোজিও প্রতিষ্ঠিত দলটি র নাম কি ?
উত্তর :নব্যবঙ বা ইয়ংবেঙ্গল ।
 
প্রশ্ন :-কোন শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটে ?
উত্তর :ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। 

প্রশ্ন :-''পরিব্রাজক'' গ্রন্থটি কার লেখা ?
উত্তর :স্বামী বিবেকানন্দ এর লেখা । 

প্রশ্ন :-''পরিব্রাজক ''কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর : উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয় । 

প্রশ্ন :-''বর্তমান ভারত'' কার লেখা ?
উত্তর :স্বামী বিবেকানন্দ এর লেখা বর্তমান ভারত । 

প্রশ্ন :-ভারতের প্রথম জাতিয়তাবাদি কবি  কে ?
উত্তর :ডিরোজিও ভারতের প্রথম জাতিয়তাবাদি কবি। 

প্রশ্ন :-কে বলেছিলেন এগিয়ে চলাই জীবন আর থেমে থাকায় মৃত্যু  ?
উত্তর :স্বামী বিবেকানন্দ। 

প্রশ্ন :-ভারতমাতা কে প্রথম পতাকায় ব্যাবহার করেন কোন শিল্পী ?
উত্তর :জাপানি শিল্পী তাইকান ভারতমাতা কে প্রথম পতাকায় ব্যাবহার করেন।
 
প্রশ্ন :-কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয় ?
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর কে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয় । 

প্রশ্ন :-হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল ?
উত্তর :জাতীয় মেলা নামে । 

প্রশ্ন :-বঙ্কিমচন্দ্রের ঔতিহাসিক উপন্যাস টির নামে কি ?
উত্তর :''আনন্দমঠ''। 

প্রশ্ন :-কাকে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যাঙ্গচিত্রে র জনক বলা হয় ?
উত্তর :গগনেন্দ্রনাথ ঠাকুর কে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যাঙ্গচিত্রে র জনক বলা হয়। 

প্রশ্ন :-মহাবিদ্রোহের প্রথম সূচনা কে করেন ?
উত্তর :মঙ্গলে পান্ডে মহাবিদ্রোহের প্রথম সূচনা করেন। 

প্রশ্ন :-রাষ্ট্রগুরু নামে কাকে অভিহিতকরা হয় ?
উত্তর :সুরেন্দ্রনাথ কে  রাষ্ট্রগুরু নামে  অভিহিতকরা হয় । 

প্রশ্ন :-সিপাহী বিদ্রোহীরা  কে  ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ?
উত্তর :দ্বিতীয় বাহাদুর শাহ কে  ভারতের সম্রাট বলে ঘোষণা করেন।
 
প্রশ্ন :-শূদ্র জাতির উন্নতির কথা কে কোন গ্রন্থে বলেছেন ?
উত্তর :স্বামী বিবেকানন্দ তাঁর বর্তমান ভারত গ্রন্থে বলেছেন । 

প্রশ্ন :-মঙ্গোল পান্ডের কবে ফাঁসি হয় ?
উত্তর :১৮৫৭ সালে মঙ্গোল পান্ডের ফাঁসি হয় । 

প্রশ্ন :-নানা সাহেবের আসল নামে কি ?
উত্তর :গোবিন্দ ধন্দ পান্হ নানা সাহেবের আসল। 

প্রশ্ন :-ভারতের প্রথম জনগণনা হয় কবে ?
উত্তর :১৮৭২ সালে ভারতে প্রথম জনগণনা হয় । 

প্রশ্ন :-কত সালে অবনীন্দ্রনাথ  বঙ্গমাতা আঁকেন ?
উত্তর :১৯০২ সালে অবনীন্দ্রনাথ  বঙ্গমাতা আঁকেন। 

প্রশ্ন :-ভারতে প্রথম প্রেস কোনটি ?
উত্তর :গোয়াতে স্থাপিত পর্তুগিজদের প্রেস টি । 

প্রশ্ন :-কাকে বিদ্যাবনিক বলা হয় ?
উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিদ্যাবনিক বলা হয়।
 
প্রশ্ন :-এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় হয়  ?
উত্তর :শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ  হয় । 

প্রশ্ন :-''নীল দর্পন'' কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয় ?
উত্তর :বাংলা যন্ত্র  থেকে ''নীল দর্পন'' প্রকাশিত হয়। 

প্রশ্ন :-গোলদীঘির গোলামখানা কাকে বলা হয় ?
উত্তর :কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদীঘির গোলামখানা বলা হয় । 

প্রশ্ন :-জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর :অরবিন্দ ঘোষ জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ  ছিলেন । 

প্রশ্ন :-''সেকালের  লেখা'' কার লেখা ?
উত্তর :উপেন্দ্রকিশোর  রায়চৌধুরী এর লেখা। 

প্রশ্ন :-চারুপথ গ্রন্থ টি কার ?
উত্তর : অক্ষয়কুমার দত্ত ।

প্রশ্ন :- সরল প্রাণী বিজ্ঞান গ্রন্থটি  কার লেখা ?
উত্তর :প্রফুল্লচন্দ্র  রায়  এর লেখা ।
 
প্রশ্ন :-চম্পারণ কৃষি বিল কবে পাশ হয় ?
উত্তর :চম্পারণ কৃষি বিল ১৯১৮ খ্ৰীষ্টাব্দে  পাশ হয়। 

প্রশ্ন :-খেদা জেলা কোথায় অবস্থিত ?
উত্তর :-খেদা জেলা গুজরাটে অবস্থিত। 

প্রশ্ন :-মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নামে কি ?
উত্তর :মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্র নাথ ভট্টাচার্য । 

প্রশ্ন :-কে ভারতে বিপ্লববাদের জননী নামে পরিচিত ?
উত্তর :ম্যাডাম কামা ভারতে বিপ্লববাদের জননী  নামে পরিচিত । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন