Search Here

Breaking

২২_১১_২৪

নভেম্বর ২৪, ২০২২

History gk in bengali ||ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 History gk in bengali ||ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

history gk in bengali


আজ এই পর্বে history gk in bengali  নিয়ে আলোচনা করবো। সকল পরীক্ষার জন্যে এই প্রশ্ন ও উত্তর গুলি উপযোগী। যারা সরকারি পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছ , তাদের জন্যে রয়েছে উপর একটি পিডিএফ। ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে করা হয়েছে। 
প্রশ্ন :-বামাবোধিনী  পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন  ?
উত্তর :উমেশচন্দ্র দত্ত ।
 
প্রশ্ন :-এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স । 

প্রশ্ন :-কাঙ্গাল হরিদাস কে ছিলেন ?
উত্তর :গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক হরিদাস মজুমদার কাঙ্গাল হরিদাস  নাম পরিচিত । 

প্রশ্ন :-চার্লস উড কে ছিলেন ?
উত্তর :ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। 

প্রশ্ন :-হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত ১৮১৭ সালে । 

প্রশ্ন :-যত মত তত পথ  কার নির্দেশিত বাণী  ?
উত্তর :রামকৃষ্ণ পরমহংস  দেব এর বাণী । 

প্রশ্ন :-হিন্দু কলেজের বর্তমান নাম কি ?
উত্তর :প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । 

প্রশ্ন :-ডিরোজিও প্রতিষ্ঠিত দলটি র নাম কি ?
উত্তর :নব্যবঙ বা ইয়ংবেঙ্গল ।
 
প্রশ্ন :-কোন শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটে ?
উত্তর :ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। 

প্রশ্ন :-''পরিব্রাজক'' গ্রন্থটি কার লেখা ?
উত্তর :স্বামী বিবেকানন্দ এর লেখা । 

প্রশ্ন :-''পরিব্রাজক ''কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর : উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয় । 

প্রশ্ন :-''বর্তমান ভারত'' কার লেখা ?
উত্তর :স্বামী বিবেকানন্দ এর লেখা বর্তমান ভারত । 

প্রশ্ন :-ভারতের প্রথম জাতিয়তাবাদি কবি  কে ?
উত্তর :ডিরোজিও ভারতের প্রথম জাতিয়তাবাদি কবি। 

প্রশ্ন :-কে বলেছিলেন এগিয়ে চলাই জীবন আর থেমে থাকায় মৃত্যু  ?
উত্তর :স্বামী বিবেকানন্দ। 

প্রশ্ন :-ভারতমাতা কে প্রথম পতাকায় ব্যাবহার করেন কোন শিল্পী ?
উত্তর :জাপানি শিল্পী তাইকান ভারতমাতা কে প্রথম পতাকায় ব্যাবহার করেন।
 
প্রশ্ন :-কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয় ?
উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর কে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয় । 

প্রশ্ন :-হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল ?
উত্তর :জাতীয় মেলা নামে । 

প্রশ্ন :-বঙ্কিমচন্দ্রের ঔতিহাসিক উপন্যাস টির নামে কি ?
উত্তর :''আনন্দমঠ''। 

প্রশ্ন :-কাকে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যাঙ্গচিত্রে র জনক বলা হয় ?
উত্তর :গগনেন্দ্রনাথ ঠাকুর কে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যাঙ্গচিত্রে র জনক বলা হয়। 

প্রশ্ন :-মহাবিদ্রোহের প্রথম সূচনা কে করেন ?
উত্তর :মঙ্গলে পান্ডে মহাবিদ্রোহের প্রথম সূচনা করেন। 

প্রশ্ন :-রাষ্ট্রগুরু নামে কাকে অভিহিতকরা হয় ?
উত্তর :সুরেন্দ্রনাথ কে  রাষ্ট্রগুরু নামে  অভিহিতকরা হয় । 

প্রশ্ন :-সিপাহী বিদ্রোহীরা  কে  ভারতের সম্রাট বলে ঘোষণা করেন ?
উত্তর :দ্বিতীয় বাহাদুর শাহ কে  ভারতের সম্রাট বলে ঘোষণা করেন।
 
প্রশ্ন :-শূদ্র জাতির উন্নতির কথা কে কোন গ্রন্থে বলেছেন ?
উত্তর :স্বামী বিবেকানন্দ তাঁর বর্তমান ভারত গ্রন্থে বলেছেন । 

প্রশ্ন :-মঙ্গোল পান্ডের কবে ফাঁসি হয় ?
উত্তর :১৮৫৭ সালে মঙ্গোল পান্ডের ফাঁসি হয় । 

প্রশ্ন :-নানা সাহেবের আসল নামে কি ?
উত্তর :গোবিন্দ ধন্দ পান্হ নানা সাহেবের আসল। 

প্রশ্ন :-ভারতের প্রথম জনগণনা হয় কবে ?
উত্তর :১৮৭২ সালে ভারতে প্রথম জনগণনা হয় । 

প্রশ্ন :-কত সালে অবনীন্দ্রনাথ  বঙ্গমাতা আঁকেন ?
উত্তর :১৯০২ সালে অবনীন্দ্রনাথ  বঙ্গমাতা আঁকেন। 

প্রশ্ন :-ভারতে প্রথম প্রেস কোনটি ?
উত্তর :গোয়াতে স্থাপিত পর্তুগিজদের প্রেস টি । 

প্রশ্ন :-কাকে বিদ্যাবনিক বলা হয় ?
উত্তর :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিদ্যাবনিক বলা হয়।
 
প্রশ্ন :-এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় হয়  ?
উত্তর :শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ  হয় । 

প্রশ্ন :-''নীল দর্পন'' কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয় ?
উত্তর :বাংলা যন্ত্র  থেকে ''নীল দর্পন'' প্রকাশিত হয়। 

প্রশ্ন :-গোলদীঘির গোলামখানা কাকে বলা হয় ?
উত্তর :কলকাতা বিশ্ববিদ্যালয় কে গোলদীঘির গোলামখানা বলা হয় । 

প্রশ্ন :-জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর :অরবিন্দ ঘোষ জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ  ছিলেন । 

প্রশ্ন :-''সেকালের  লেখা'' কার লেখা ?
উত্তর :উপেন্দ্রকিশোর  রায়চৌধুরী এর লেখা। 

প্রশ্ন :-চারুপথ গ্রন্থ টি কার ?
উত্তর : অক্ষয়কুমার দত্ত ।

প্রশ্ন :- সরল প্রাণী বিজ্ঞান গ্রন্থটি  কার লেখা ?
উত্তর :প্রফুল্লচন্দ্র  রায়  এর লেখা ।
 
প্রশ্ন :-চম্পারণ কৃষি বিল কবে পাশ হয় ?
উত্তর :চম্পারণ কৃষি বিল ১৯১৮ খ্ৰীষ্টাব্দে  পাশ হয়। 

প্রশ্ন :-খেদা জেলা কোথায় অবস্থিত ?
উত্তর :-খেদা জেলা গুজরাটে অবস্থিত। 

প্রশ্ন :-মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নামে কি ?
উত্তর :মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্র নাথ ভট্টাচার্য । 

প্রশ্ন :-কে ভারতে বিপ্লববাদের জননী নামে পরিচিত ?
উত্তর :ম্যাডাম কামা ভারতে বিপ্লববাদের জননী  নামে পরিচিত । 

২২_১১_২৩

নভেম্বর ২৩, ২০২২

General science in bengali pdf part-2||সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

 General science in bengali pdf ||সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

আজ এই পর্বে সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। এছাড়া এর pdf টি নিচে দেওয়া আছে। আমরা general science এর উপর আরো প্রশ্ন উত্তর দেবার চেষ্টা করছি। চলুন দেরি না করে আজ সাধারণ বিজ্ঞান  থেকে প্রশ্ন উত্তর গুলি দেখি :-
general science in bengali


 প্রশ্ন :- মাটিতে নাইট্রোজেন বন্ধন কোন মৌল সাহায্য করে ?

অ্যালুমিনিয়াম 

আয়রন 

ক্যালসিয়াম  

জিঙ্ক 

Ans-ক্যালসিয়াম

প্রশ্ন :-ত্বকের অনুভূতির সংগ্রাহক কোন টি 

এক্সোডার্মিস 

এন্ডোডার্মিস 

এপিডার্মিস  

কোনটি নয় 

Ans-এপিডার্মিস 

প্রশ্ন :-সচেয়ে বড় ভাইরাসের নাম কি ?

লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম 

লিউকো ভাইরাস 

সিমিয়ান ভাইরাস 

কোনটি নয় 

Ans-লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম

প্রশ্ন :-কোন জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না ?

রোডোস্পাইরিলাম 

সুনারিয়া 

উচ্চতর উদ্ভিত 

কোনটি নয়

Ans-রোডোস্পাইরিলাম |

প্রশ্ন :-রাসায়নিক ভাবে ইনসুলিন এর প্রকৃত নাম কি ?

পেপটাইড 

নিউক্লিওসাইড 

কার্বোহাইডেড 

কোনটি নয়

Ans-পেপটাইড

প্রশ্ন :-নিচের কোন টি ফল নয় ?

আলু 

আপেল 

কুমড়ো 

শশা 

Ans-আলু 

প্রশ্ন :-কোন উদ্ভিদের মুলে ভেলমেন দেখা যাই ?

গম

মটর

রাসনা 

সুন্দরী 

Ans-রাসনা

প্রশ্ন :-নিচের কোন টি থেকে বিলিরুবিন তৈরি হয় ?

হিমোগ্লোবিন  

লাইসোজোম 

রাইবোজোম 

কোনটি নয় 

Ans-হিমোগ্লোবিন

প্রশ্ন :-লালারসে প্রধানত কোন উৎসেচক ক্ষরিত হয় ?

মল্টেজ

মল্টোজ 

টায়ালিন 

পেপসিন 

Ans-টায়ালিন
প্রশ্ন :- দুটি নিউরোনের সংযোগস্থল কে কি বলে ?
উত্তর :- দুটি নিউরোনের সংযোগস্থল কে সাইন্যাপস বলে ।

 প্রশ্ন :- যে যোগ্যলার আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রাখা করে সেটি কি ?
উত্তর :- যে যোগ্যলার আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রাখা করে সেটি মেনেনজেস ।

প্রশ্ন :- দেহের দৃঢ়তম পেশীটি কোথায় থাকে ?
উত্তর :- চোয়ালে দেহের দৃঢ়তম পেশীটি কোথায় থাকে।

 প্রশ্ন :- পতঙ্গের ডিম্ কোন শ্রেণীভুক্ত ?
উত্তর :- পতঙ্গের ডিম্  আইসোলেসিথিল শ্রেণীভুক্ত।

 প্রশ্ন :- একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য এক পরবিজীকে কি বলে ?
উত্তর :- একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য এক পরবিজীকে হাইপারপ্যারাসাইড  বলে ।

 প্রশ্ন :- ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষ এ সক্ষম ?
উত্তর :- মিউকর প্রাণী সালোকসংশ্লেষ এ সক্ষম।

 প্রশ্ন :- সবাত ও আবাত  শ্বাসনের সাধারণ পর্যায়  গুলি কি ?
উত্তর :- সবাত ও আবাত  শ্বাসনের সাধারণ পর্যায়  গুলি গ্লাইকোলিসিস ।

প্রশ্ন :- ATP সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার কোথায় ?
উত্তর :- ATP সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার ক্রিষ্টিতে।

 প্রশ্ন :- শক্তির বিপাকে কোনটির অপরিহার্য ভূমিকা আছে ?
উত্তর :- ফসফরাস এর অপরিহার্য ভূমিকা আছে।

 প্রশ্ন :-মানব দেহের মস্তিষ্কের ওজন কত  ?
উত্তর :- 1.2 kg।

 প্রশ্ন :- সালোকসংশ্লেষ কি ধরনের পদ্ধতি ?
উত্তর :- উপচিতি পদ্ধতি।

 প্রশ্ন :- উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসনের গুরুত্ব কি ?
উত্তর :- এটি শক্তি নির্গত করে ।

প্রশ্ন :-টিকা প্রথম তৈরি করেন কে  ?
উত্তর :- জেনার প্রথম তৈরি করেন।

 প্রশ্ন :- মানব দেহে সব চেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোন টি ?
উত্তর :- প্লীহা মানব দেহে সব চেয়ে বড়ো লসিকা গ্রন্থি।

 প্রশ্ন :- ত্বকে রঙের কারণ কি ?
উত্তর :- মেলানিন থাকায় ।

 প্রশ্ন :-প্রতি মিনিটে মানুষের শ্বাসহার কত  ?
উত্তর :- ১৪ থেকে ১৮ বার ।

 প্রশ্ন :- কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তর :- সিটা।

প্রশ্ন :- বংশগতি বিদ্যার জনক কে ?
উত্তর :- মেন্ডেল বংশগতি বিদ্যার জনক।

 প্রশ্ন :- মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর :- ডিভিস।

 প্রশ্ন :- সবচেযে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি ?
উত্তর :- ভেগাস ।

 প্রশ্ন :- মানুষের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যাই দি ?
উত্তর :- দ্বি পত্রক কপাটিকা ।

 প্রশ্ন :- মানুষের করোটির অস্থি সংখ্যা কত ?
উত্তর :- 22।

প্রশ্ন :-  এক শৃঙ্গ গন্ডার কোথায় সংরক্ষিত আছে  ?
উত্তর :- জলদাপাড়া ।

 প্রশ্ন :- হাঁপানি প্রশমনের ঔষুধ রুপির কোনটি ব্যাবহার করা হয় ?
উত্তর :- ডাটুরিন।

 প্রশ্ন :- মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ?
উত্তর :-ত্বক ।

 এই অংশে আমরা রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।যে গুলি  general science এর জন্যে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা bengali pdf টি নিচে দিয়েছি চাইলে সেখান থেকে   ডাউনলোড করতে পারো। pdf নাম:- general science in bengali pdf part -২ সাইজ- 3mbএর পরের পর্বে আরো প্রশ্ন উত্তর থাকবে। 

 প্রশ্ন :- ন্যাপথলিন কি ?
উত্তর :- সমযোজী কঠিন ।



প্রশ্ন :- পেট্রোলের রাসায়নিক নাম কি ?
উত্তর :- গ্যাসোলিন ।

 প্রশ্ন :- আলুমিনিয়ামের প্রধান আকরিক কি ?
উত্তর :- বক্সাইট ।

 প্রশ্ন :-প্রথম পারমানবিক তত্ত্ব কে দেন  ?
উত্তর :- ডালটন।

 প্রশ্ন :-বায়ুমণ্ডলে অক্সিজেন এর পরিনাম কত  ?
উত্তর :- 20.6%।

 প্রশ্ন :- হাইড্রোজেন পরমাণুর কয়টি আইসোটোপ  আছে ?
উত্তর :- ৩ টি ।

প্রশ্ন :- জার্মান সিলভার কি কি ধাতু র সংকর?
উত্তর :-cu,zn,ni ।

 প্রশ্ন :- pvc এর পুরো নাম কি ?
উত্তর :- পলিভিনাইল ক্লোরাইড ।

২২_১১_২২

নভেম্বর ২২, ২০২২

ভূগোল প্রশ্ন উত্তর || geography gk bengali pdf share with you

     ভূগোল প্রশ্ন উত্তর geography gk bengali pdf share with you

প্রিয় বন্ধুরা , আজ এই পর্বে বেশ কিছু geography gk নিয়ে আলোচনা করবো। আশাকরি এই ভূগোল প্রশ্ন উত্তর গুলি তোমাদের খুব কাজে আসবে। আমরা প্রতিদিন bengali gk নিয়ে আলোচনা করি। নিচে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চলুন দেরি না করে geography gk গুলি দেখাযাক :-

geography gk in bengali

প্রশ্ন :-চীনের ম্যানচেস্টার কাকে বলে ?
উত্তর :সাংহাই কে চীনের ম্যানচেস্টার বলে । 

প্রশ্ন :-জলের  গভীরতা মাপার একক কি ?
উত্তর :-জলের  গভীরতা মাপার একক ফ্যাদাম।

 প্রশ্ন :-চাঁদ থেকে পৃথিবী তে আলো আসতে সময় লাগে কত   ?
উত্তর :-চাঁদ থেকে পৃথিবী তে আলো আসতে সময় লাগে 1.3 second।

 প্রশ্ন :-বিশ্বের দীঘতম নৌ বন্দর কোনটি ?
উত্তর :-বিশ্বের দীঘতম নৌ বন্দর পোর্ট অফ নেউয়র্ক এন্ড নিউ জার্সি ।

 প্রশ্ন :-পৃথিবীর কেন্দ্র  মন্ডলের তাপমাত্রা কত ?
উত্তর :-৬০০০ ডিগ্রি সেলসিয়াস ।

 প্রশ্ন :-চিনে ঘূর্নবাত কি নাম পরিচিত ?
উত্তর :-টাইফুন নামে পরিচিত ।

প্রশ্ন :-ম্যাগমা কাকে বলে ?
উত্তর :-ভূ-গর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ ।

 প্রশ্ন :-ভারতের বিখ্যাত মহানগরী কোনটি ?
উত্তর :-ভারতের বিখ্যাত মহানগরী মুম্বাই ।

 প্রশ্ন :-উগান্ডার রাজধানীর নাম কি ?
উত্তর :-কাম্পালা উগান্ডার রাজধানীর নাম ।

 প্রশ্ন :-পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি কোবাল্ট রপ্তানি করে ?
উত্তর :-জিম্বাবোয়ে সব থেকে বেশি কোবাল্ট রপ্তানি করে।

 প্রশ্ন :-আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমি টির নাম কি ?
উত্তর :-আফ্রিকার দক্ষিণে অবস্থিত মরুভূমি টির নাম কালাহারি ।

 প্রশ্ন :- সাহারা মরুভূমীর যে সব স্থানে শিলাময় তাকে কি বলে ?
উত্তর :-সাহারা মরুভূমীর যে সব স্থানে শিলাময় তাকে হামাদ বলে  ।

 প্রশ্ন :- পৃথিবীর কোন দেশ কে পৃথিবীর ক্ষুত্র প্রতিরূপ বলে ?
উত্তর :- ভারত  কে পৃথিবীর ক্ষুত্র প্রতিরূপ বলে।

 প্রশ্ন :- রিক্টার স্কেল এ কি পরিমাপ করা হয়  ?
উত্তর :- ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ।

 প্রশ্ন :- ভারতের দক্ষিণে ডেকান  ট্রাপ কোন শিলাই গঠিত ?
উত্তর :-  ভারতের দক্ষিণে ডেকান  ট্রাপ ব্যাসল্ট  শিলাই গঠিত।

 প্রশ্ন :- কোন হ্রদের তীরে চিকাগো শহর টি রয়েছে ?
উত্তর :- মিচিগান হ্রদের তীরে চিকাগো শহর টি রয়েছে ।

প্রশ্ন :- কোন স্রোত মৌসুমী বায়ুর সাথে সাথে দিক পরিবর্তন করে ?
উত্তর :- সোমালি স্রোত মৌসুমী বায়ুর সাথে সাথে দিক পরিবর্তন করে ।

 প্রশ্ন :- ভারতের সবচেয়ে পুরাতন  তৈলখনি  কোনটি ?
উত্তর :- ভারতের সবচেয়ে পুরাতন  তৈলখনি ডিগবয় ।

 প্রশ্ন :- বারাণসী কোথায় অবস্থিত ?
উত্তর :- মধ্য গঙ্গা সমতলভূমি ।

 প্রশ্ন :- কোন রাজ্য ভেগ্ঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় ?
উত্তর :- মধ্যপ্রদেশ রাজ্য ভেগ্ঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়।

 প্রশ্ন :- দামোদর পতাকা অঞ্চলে পুরাতন কয়লা খনির নাম  কি ?
উত্তর :-  দামোদর পতাকা অঞ্চলে পুরাতন কয়লা খনির নাম হলো রানীগঞ্জ ।

প্রশ্ন :-বরাকর কোন নদীর প্রধান শাখা  ?
উত্তর :- বরাকর দামোদর  নদীর প্রধান শাখা ।

 প্রশ্ন :- ভারতের কোন অঞ্চলে বছরে দুই বার বৃষ্টি হয় ?
উত্তর :- তামিলনাড়ু অঞ্চলে বছরে দুই বার বৃষ্টি হয়।

 প্রশ্ন :- সিরোজেম কি ?
উত্তর :- মারু অঞ্চলের  মাটিকে সিরোজেম বলে ।

 প্রশ্ন :- কোথায় সারাবছর দিন  রাত্রি সমান হয় ?
উত্তর :- বিষুবরেখা ই সারাবছর দিন  রাত্রি সমান হয়।

 প্রশ্ন :-ভারতের একটি উপহ্রদের নাম লেখো  ?
উত্তর :- ভারতের একটি উপহ্রদের নাম চিল্কা ।

প্রশ্ন :- আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর :- আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম ।

 প্রশ্ন :- লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত ?
উত্তর :- লাক্ষাদ্বীপ প্রবল দ্বারা গঠিত।

 প্রশ্ন :- পশ্চিম হিমালয়ের একটি উল্লেখ যোগ্য গিরিপথের নাম লেখো ?
উত্তর :- পশ্চিম হিমালয়ের একটি উল্লেখ যোগ্য গিরিপথের নাম রোটাং ।

 প্রশ্ন :- ভারত থেকে মানায়মার কোন গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয় ?
উত্তর :- ভারত থেকে মানায়মার দীপহু পাস গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয়।

 প্রশ্ন :- পূর্ব উপকূলের সমভূমির স্থানীয় নাম কি ?
উত্তর :- পূর্ব উপকূলের সমভূমির স্থানীয় নাম  পাইয়ানঘাট ।


প্রশ্ন :- দক্ষিণ ভারতের উল্লেখ যোগ্য  শৈলাবাস  টি ?
উত্তর :- দক্ষিণ ভারতের উল্লেখ যোগ্য  শৈলাবাস  উঠকামন্ড ।

 প্রশ্ন :- নর্মদা নদীর উৎস্থলের নাম কি ?
উত্তর :- নর্মদা নদীর উৎস্থলের নাম অমরকণ্টক ।

২২_১১_২১

নভেম্বর ২১, ২০২২

ভূগোল mcq প্রশ্ন উত্তর ১৫০ geography gk in bengali

 ভূগোল mcq প্রশ্ন উত্তর  ১৫০ geography gk in bengali 

হ্যালো  বন্ধুরা ,  আজ তোমাদের সাথে ভূগোল mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।  আমরা চেষ্টা করি যে প্রশ্ন গুলি প্রতি বছর প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসছে সে গুলি তুলে ধারার। আশাকরি এই পর্বে যে geography gk গুলি আলোচনা করা হয়েছে সে গুলি তোমাদের উপকারে আসবে। bengali তে পিডিএফ টি নিচে দেওয়া আছে চাইলে সেখান থেকে নিতে পারো। geography gk in bengali তে যদি আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন। 

geography gk in bengali


প্রশ্ন :-মরুঅঞ্চলে চলমান বাড়িয়ারই কে কি বলে ?

উত্তর :-ধীমান


 প্রশ্ন :-মরুঅঞ্চলে ক্ষয়প্রাপ্ত শিলা কে কি বলে ?

উত্তর :-ইনসেলবাজ।

 

 প্রশ্ন :-মরুঅঞ্চলে শুস্ক নদী কি নাম পরিচিত ?

উত্তর :-মরুঅঞ্চলে শুস্ক নদী  ওয়াদি নাম পরিচিত। 


 প্রশ্ন :-উল্কা পুড়ে ছাই হয় কোন স্তরে?

উত্তর :-মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়। 


 প্রশ্ন :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান কত ?

উত্তর :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান  78.08%


প্রশ্ন :-বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি ?

উত্তর :-গ্রীনহাউস গ্যাস। 


 প্রশ্ন :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান কত ?

উত্তর :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান ৩৪ %


 প্রশ্ন :-তৃতীয় বিশ্বের দেশ গুলির মধ্যে গ্রীন হাউস গ্যাস সৃষ্টি করে কোন গ্যাস ?

উত্তর :-চীন। 


 প্রশ্ন :-বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণতা হওয়ার কারণ কি ?

উত্তর :-পরিবহন। 


 প্রশ্ন :-সূর্য সারাবছর লম্ব ভাবে বিরাজ করে কোন কোথায় ?

উত্তর :-০ ডিগ্রি তে। 


প্রশ্ন :-মৌসুমী কথার অর্থ কি ?

উত্তর :-ঋতু। 


 প্রশ্ন :-ভারতের শীতকালীন বৃষ্টি পাত কোথায় হয় ?

উত্তর :-পশ্চিম ভারতে। 

geography gk in bengali questiona and answer part-1

 প্রশ্ন :-ভারতে দু বার বৃষ্টি পাত দেখা যাই কোন উপকূলে ?

উত্তর :-কারমন্ডল উপকূলে। 


 প্রশ্ন :-কোন ঋতুতে তামিলনাড়ুতে অম্লবৃষ্টি হয় ?

উত্তর :-গ্রীস্ম ঋতু  তে । 


 প্রশ্ন :-কলকাতায় কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?

উত্তর :- ১০ জুন। 


প্রশ্ন :-তুলা চাষ  কোন মাটিতে ভালো হয় ?

উত্তর :-কৃষ্ণ মাটি তে। 


 প্রশ্ন :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কি ?

উত্তর :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল চীনাবাদাম। 


 প্রশ্ন :-ভারতে মাটি গবেষণাগার কোথায় আছে ?

উত্তর :-যোধপুরে। 


 প্রশ্ন :-মান্নার উপসাগর কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে ?

উত্তর :-ভারত ও শ্রীলঙ্কা। 


 প্রশ্ন :-ভারতের সিলিকন ভ্যালি বলা হয়  কাকে বলে ও কেন ?

উত্তর :-বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ এখানে ভারতের সর্বাধিক ইলেকট্রিক শিল্প কেন্দ্র গুলি গড়ে উঠেছে।  এছাড়া বেঙ্গালুরু তে IT ও অন্যান প্রযুক্তি বিদ্যার প্রচুর বিস্তার ঘটেছে। 


প্রশ্ন :-বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে ?

উত্তর :-কার্পাস চাষে। 

geography gk in bengali part-2

 প্রশ্ন :-পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত ?

উত্তর :-3214 কিলোমিটার। 


 প্রশ্ন :-ত্রিপুরা বৃহত্তম অভয়ারণ্য কোনটি ?

উত্তর :-সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি। 


 প্রশ্ন :-ত্রিপুরাই কয়টি ব্লক আছে ?

উত্তর :- ৭ টি ব্লক আছে। 


 প্রশ্ন :-ভারতের পাট ক্ষেত্র কাকে বলে ?

উত্তর :-পলি মাটি নিম্ন গঙ্গা সমভূমি কে। 


প্রশ্ন :-অরণ্য সপ্তাহ পালিত হয় কবে ?

উত্তর :-১৪ জুন থেকে ২১ জুন। 


 প্রশ্ন :-ভারতের চা উৎপাদন  কোথায় বেশি হয় ?

উত্তর :-অসম। 


 প্রশ্ন :-ভারতের সর্বাধিক জল সেচ করা জয় কোন পদ্বতিতে ?

উত্তর :-কূপ ও নলকূপ। 


 প্রশ্ন :-শিল্পের শিল্প কাকে বলা হয় ?

উত্তর :-মোটর গাড়ি শিল্প কে শিল্পের শিল্প বলা হয়। 


 প্রশ্ন :-ভারতের জনবিরল রাজ্য কোন টি ?

উত্তর :-ভারতের জনবিরল রাজ্য  সিকিম। 


প্রশ্ন :-ভারতের কাশি কাকে বলা হয় ?

উত্তর :-মাদুরাই কে ভারতের কাশি বলা হয়। 


 প্রশ্ন :-পূর্ব ভারতের কাশ্মীর কাকে বলা হয় ?

উত্তর :-মনিপুর কে পূর্ব ভারতের কাশ্মীর  বলা হয়। 


 প্রশ্ন :- ভারতের tech -city  কাকে বলা হয় ?

উত্তর :-পুনে কে ভারতের tech -city   বলা হয়। 


 প্রশ্ন :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল কোন শস্যের উপর ?

উত্তর :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল  গম শস্যের উপর। 

geography gk in bengali part-3

 প্রশ্ন :-সবুজ  বিপ্লব কথাটি কে প্রথম আবিষ্কার করেন ?

উত্তর :-নরম্যান বোরোলগ। 


প্রশ্ন :-প্রধান প্রধান রবি শস্য গুলি কি কি ?

উত্তর :-গম ,জব ,তৈলবীজ ,আলু , ডাল। 


 প্রশ্ন :-মোরাকোটালে চাঁদ ও সূর্যের অবস্থান পরস্পর কত কোন হয় ?

উত্তর :- সমকোণে। 


 প্রশ্ন :-পরিবেশ মিত্র বর্জ্য কোনটি ?

উত্তর :-চট। 


 প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল কোন টি ?

উত্তর :-পন্ডিচেরী। 


 প্রশ্ন :-নদীর নিক পয়েন্টের মধ্যে কি সৃষ্টি হয় ?

উত্তর :-নদীর নিক পয়েন্টের মধ্যে জলপ্রপাত সৃষ্টি হয়। 


প্রশ্ন :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোন টি ?

উত্তর :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ সিয়াচিন। 


প্রশ্ন :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম লেখো ?

উত্তর :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম বেদুইন। 


প্রশ্ন :-সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত ?

উত্তর :-সাইল্যান্ট ভ্যালি কেরলে অবস্থিত। 


প্রশ্ন :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?

উত্তর :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে  1.3 sec

geography gk in bengali আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন। 

২২_১১_২০

নভেম্বর ২০, ২০২২

the best geography gk in bengali pdf share

 The best geography gk in bengali pdf share || জেনারেল নলেজ প্রশ্ন উত্তর  ভূগোলের জি কে 

geography gk in bengali


  হ্যালো বন্ধুরা ,  আজ তোমাদের সাথে শেয়ার করছি geography থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। geography gk in bengali pdf টি নিচে দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে নিয়ে পারো। এখানে যে সব প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করছি সেগুলি যেকোনো পরীক্ষার জন্যে তোমাদের খুব বাক্যে আসবে। এছাড়া আমরা প্রতিদিন geography , history , জেনেরাল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। চলুন আজ geography gk থেকে কিছু প্রশ্ন দেখি :-

প্রশ্ন :- কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে ?
উত্তর :-অবরোহন  প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে। 

প্রশ্ন :- সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ু ?
উত্তর :-সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু । 

প্রশ্ন :- বায়ুর গতিবেগ মাপার একক  নাম কি ?
উত্তর :-বায়ুর গতিবেগ মাপার একক এর  নাম নট। 

প্রশ্ন :- তুষার রক্ষক কাকে বলে ?
উত্তর :-চিনুক বায়ু কে ।
 
প্রশ্ন :- বায়ুর গতি বেগ মাপার জানতে নাম কি ?
উত্তর :-বায়ুর গতি বেগ মাপার জানতে নাম এনিমোমিটার । 

প্রশ্ন :- আয়ন বায়ুর অপর নাম কি ?
উত্তর :- আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু । 

প্রশ্ন :- পৃথিবীর দীঘতম নদীর নাম কি ?
উত্তর :-পৃথিবীর দীঘতম নদীর নাম নীলনদ  । 

প্রশ্ন :- পৃথিবীর  বৃহতম নদীর নাম কি ?
উত্তর :-পৃথিবীর  বৃহতম নদীর নাম আমাজন । 

প্রশ্ন :- অবিহবিকারের ফলে সৃষ্ট শিলা চূর্ণ কে কি বলে ?
উত্তর :-রেগোলিথ । 

প্রশ্ন :- পৃথিবীর  বৃহত্তম  গিরিখাত কোন টি  ?
উত্তর :-পৃথিবীর  বৃহত্তম  গিরিখাত কালীগণ্ডকী । 
প্রশ্ন :- যে উচ্চভূমি দুই বা ততোধিক যদি গোষ্ঠী কে পৃথক করে তাকে কি বলে ?
উত্তর :-যে উচ্চভূমি দুই বা ততোধিক যদি গোষ্ঠী কে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে । 

প্রশ্ন :- মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল ?
উত্তর :-মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎ কাল । 

প্রশ্ন :- কৃষ্ণ মাটির  নাম কি ?
উত্তর :-কৃষ্ণ মাটির  নাম রেগুর । 

প্রশ্ন :- ভারতের দক্ষিণাতম পর্বতটির নাম কি ?
উত্তর :-কার্ডামম ভারতের দক্ষিণাতম পর্বত । 
প্রশ্ন :-  দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন টি ?
উত্তর :- আনাইমুদি । 
প্রশ্ন :- ভারতের সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি  ?
উত্তর :-ধূপগড় ভারতের সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ । 

প্রশ্ন :- পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন টি ?
উত্তর :- পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি । 

প্রশ্ন :- ভারতের খনিজ ভান্ডার কোন টি  ?
উত্তর :-ভারতের খনিজ ভান্ডার ছোটনাগপুর মালভূমি। 

প্রশ্ন :- ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোন টি ?
উত্তর :-আরাবল্লী । 

প্রশ্ন :- পৃথিবীর সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর :-টর্নেডো । 
প্রশ্ন :- 2009  সালে পশ্চিমবঙ্গের প্রবল ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর :-আয়লা । 

প্রশ্ন :- সুনামি কথার অর্থ কি ?
উত্তর :-তরঙ্গ বা বন্দর ধংশীকারি । 

প্রশ্ন :- পৃথিবীর দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো ?
উত্তর :-হিমালয় ও রকি পর্বতমালা । 

প্রশ্ন :- ভারতের একটি আগ্নিয় পর্বতের নাম করো ?
উত্তর :-ব্যারেন ।
 
প্রশ্ন :- পৃথিবীর দীঘতম পর্বত কোন টি ?
উত্তর :-আন্দিজ পর্বত ।

প্রশ্ন :- জাপানের ফুজিয়াম কি জাতীয় পর্বত  ?
উত্তর :-আগ্নিয় পর্বত । 

প্রশ্ন :- টেবিল ল্যান্ড কি নাম পরিচিত ?
উত্তর :-মালভূমি । 

প্রশ্ন :- পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি কোন টি ?
উত্তর :-তিব্বত । 

প্রশ্ন :- মৃত্তিকা গবেষণাগার টি কোথায় ?
উত্তর :-ভোপালে । 
প্রশ্ন :- ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মাটি রয়েছে ?
উত্তর :-পলি মাটি । 
প্রশ্ন :- প্রাকৃতিক স্পঞ্জ  কাকে বলা হয় ?
উত্তর :-বনভূমিকে । 

প্রশ্ন :- পৃথিবীর দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য টি কোথায় রয়েছে ?
উত্তর :-তামিলনাড়ুতে । 

প্রশ্ন :- মরুভূমি অঞ্চলে শুস্ক ও শুষ্কপ্রায় মৃত্তিকাকে কী বলে ?
উত্তর :-সিরোজেম । 

প্রশ্ন :- হিমবাহ সৃষ্ট মাটি কে কি বলে ?
উত্তর :-বোল্ডার । 

প্রশ্ন :- কোন কোন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়েছে ?
উত্তর :-গ্রানাইট  ও সিস্ট জাতীয় শিলা ।
 
প্রশ্ন :- পলল মাটি কি কি বর্ণের হয়  ?
উত্তর :-হালাক বাদামি থেকে হালজক হলুদ । 

প্রশ্ন :- কোন এমটিতে অধিক পরিমানে ক্ষার কিয়  অক্সাইড থাকে ?
উত্তর :-সিরোজেম  মাটিতে । 

প্রশ্ন :- কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
উত্তর :-ল্যাটেরাইট মাটির । 

প্রশ্ন :- ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র টি কোথায় ?
উত্তর :-ভোপালে  ।
 
প্রশ্ন :- ভারতের দীঘতম  নদী কোনটি ?
উত্তর :-গঙ্গা । 

প্রশ্ন :-দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলে  ?
উত্তর :-কাবেরী নদীর ব-দ্বীপ অঞ্চল কে । 

প্রশ্ন :-গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্ৰীষ্টাব্দে গৃহীত  হয়  ?
উত্তর :-১৯৮৫ খ্ৰীষ্টাব্দে। 
















২২_১১_১৫

নভেম্বর ১৫, ২০২২

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর।। bengali gk।। geography gk

          জেনারেল নলেজ প্রশ্ন।। bengali gk।। geography gk 

 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর


 হ্যালো বন্ধুরা , আজ তোমাদের সঙ্গে জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। যারা প্রতিযুগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিছোতাদের জন্যে আজকের bengali gk গুলি খুব গুরুত্বপূর্ণ। একটা আমরা জেনারেল  নলেজ প্রশ্ন উত্তর গুলি পিডিএফ আকারে দিয়েছি। চাইলে সেখান থেকে তোমরা নিতে পারো। আর যদি কোন বিষয়ের উপর gk প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না।  আমি সেই বিষয়ের উপর পিডিএফ করে দেবার চেষ্টা করবো। 


 

1. প্রশ্ন :-কোন নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?

উত্তর :-গোদাবরী নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ।

 

1.প্রশ্ন :-ভারতের কোন নদী দু বার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উত্তর : মাহি নদী ।

 

3.প্রশ্ন :-কোন শহর কে ঈশ্বরের আবাস বলা হয়?

উত্তর :-কেরালা শহর কর ঈশ্বরের আবাস বলা হয় ।

 

4.প্রশ্ন :-ভারতের দীঘতম সড়ক সেতু কোনটি ?

উত্তর :-নেহেরু সেতু ।

 

5.প্রশ্ন :-পাঁচ টি নদীর দেশ বলা হয়?

উত্তর :-পাঞ্জাব ।

 

6.প্রশ্ন :-ভারতের বৃহতম চিড়িয়াখানা কোনটি ?

উত্তর :-ভারতীয় জাদুঘর কলকাতা ।

 

7.প্রশ্ন :-ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি ?

উত্তর :-দিল্লির কুতুব মিনার ।

 

8.প্রশ্ন :-ভারতের দীঘতম খাল কোন টি ?

উত্তর :-ইন্দ্রিরা গান্ধী খাল ।

 

9..প্রশ্ন :-ভারতের দীঘতম উপনদী কোন টি ?

উত্তর :-যমুনা ।

 

10...প্রশ্ন :-আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তর :-সপ্তম ।


প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

উত্তর :-মালদ্বীপ । 


প্রশ্ন :-ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র কোন টি ?

উত্তর :-চীন ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র। 


প্রশ্ন :-ভারতের কেন্দ্র শাসিত রাজ্য গুলির মধ্যে বৃহতম কোনটি ?

উত্তর :-আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ । 


প্রশ্ন :-ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?

উত্তর :-সিকিম ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। 


প্রশ্ন :-মান্নান উপসাগর কোন দেশ কে ভারত থেকে বিচ্ছিন্ন্য করে আছে ?

উত্তর :-শ্রীলঙ্কা। 



প্রশ্ন :-ভারতের দীঘতম বাঁধ কোনটি ?

উত্তর :-হীরাকুঁদ বাঁধ ভারতের দীঘতম বাঁধ  । 


প্রশ্ন :-দক্ষিণ ভারতের  সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তর :- আন্নাইমুদি। 


প্রশ্ন :-ভারতের সব্বোর্চ জলপ্রপাত কোনটি ?

উত্তর :-গোরসোপ্পা । 


প্রশ্ন :-ভারতের কোন যদি বদ্বীপ গঠন করে ?

উত্তর :-গঙ্গা ও ব্রম্ভপুত্র । 

প্রশ্ন :-কোন যদি কে বিহারের শোক বলা হয় ?

উত্তর :-কোসি নদীকে । 


প্রশ্ন :-মিজো উপজাতি কোন রাজ্যের অন্তর্গত ?

উত্তর :-মিজোরাম । 


প্রশ্ন :-টোডো উপজাতি কোথায় পাওয়া যাই ?

উত্তর :-নীলগিরি পাহাড় । 


প্রশ্ন :-ভারতের বৃহতম উপজাতি কোনটি ?

উত্তর :-গোন্ড। 


প্রশ্ন :-কোন কোন দেশের সীমান্তে তিনবিঘা করিডর রয়েছে ?

উত্তর :-ভারত ও বাংলাদেশ । 


প্রশ্ন :-পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত এর নাম কি ?

উত্তর :-আরাবল্লী । 


প্রশ্ন :-ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় ?

উত্তর :-ছোটোনাগপুরকে । 


প্রশ্ন :-ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্টি ?

উত্তর :-নর্মদা । 

প্রশ্ন :-ভারতের দক্ষিণে কোন মহাসাগর রয়েছে ?

উত্তর :-ভারত মহাসাগর । 


প্রশ্ন :-তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয় ?

উত্তর :-২ জুন ২০১৪। 


প্রশ্ন :-সিকিম রাজ্য কবে গঠিত হয় ?

উত্তর :-১৬ মে ১৯৭৫ । 


প্রশ্ন :-গোয়া রাজ্য কবে গঠিত হয় ?

উত্তর :-৩০ মে ১৯৮৭ । 


প্রশ্ন :-বেরিং স্রোত প্রবাহিত হয় কোন সাগরে ?

উত্তর :-প্রশান্তমহাসাগরে । 


প্রশ্ন :-পৃথিবীর গভীরতম সাগরের নাম কি ?

উত্তর :-প্রশান্তমহাসাগর । 


প্রশ্ন :-পৃথিবীর কত শতাংশ সমুদ্র দ্বারা বেষ্টিত ?

উত্তর :-৭১ % সমুদ্র দ্বারা বেষ্টিত। 


প্রশ্ন :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে কি বলে ?

উত্তর :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে শৈবাল  বলে । 


প্রশ্ন :-জাপান স্রোতের অপর নাম কি ?

উত্তর :-কুরসীয় স্রোত । 


প্রশ্ন :-কোন সময়ে নদীতে বান ডাকে ?

উত্তর :-ভরা কোটালে ।

 

প্রশ্ন :- জোয়ার ভাটার সময়ের পার্থক্য কত ?

উত্তর :-৬ ঘন্টা ১৩ মিনিট । 


প্রশ্ন :- চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলে ?

উত্তর :-মুখ্য জোয়ার । 


প্রশ্ন :- পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে কি বলে?

উত্তর :-পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে  সিজিগি বলে । 


প্রশ্ন :- সিজিগি কোথায় অর্থ কি ?

উত্তর :-যোগ বিন্দু । 


প্রশ্ন :- বর্জ্যের চাপ কোথায় বেশি ?

উত্তর :-কলকাতায় বর্জ্যের চাপ কোথায়। 


প্রশ্ন :- সীসা দূষণের ফলে কি রোগ হয় ?

উত্তর :-ডিস্লেক্সিয়া । 

২২_১১_১৩

নভেম্বর ১৩, ২০২২

The best 200 general science pdf in bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

 আজ তোমাদের সাথে general science এর pdf টি শেয়ার করছি , যারা সৰকাৰী চাকরির পরীক্ষার জন্যে bengali gk এর সন্ধান করছিলে , তারা নিচে দেওয়া লিংক থেকে ডউনলোড করে নিতে পারো।এখানে প্রায় 200 এর বেশি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চলুন দেরি না করে আজকের  general science থেকে কিছু গুরুত্বপূর্ণ gk দেখি :-

general science in bengali

1. প্রশ্ন :-একটি অন্তঃপরজীবীর নাম কি ?

উত্তর :-একটি অন্তঃপরজীবীর নাম টিনিয়া ।

 

2. প্রশ্ন :-একটি মরুজ প্রাণীর নাম লেখো ?

উত্তর :-একটি মরুজ প্রাণীর হলো মোলক হরিদাস নামক গিরগিটি ।

 

3. প্রশ্ন :-ফণীমনসার কাটা কি ধরনের অঙ্গ ?

উত্তর :-পাতা ।

 

4. প্রশ্ন :-কোন প্রাণ কখনো জল প্রাণ করে না ?

উত্তর :-এন্টিলোপ ।

 

4. প্রশ্ন :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কি ?

উত্তর :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস সূর্য ।

 

5. প্রপ্রশ্ন :- তেঁতুলে কোন আসিড থাকে ?

উত্তর :- টারটারিক ।

 

6.প্রশ্ন :-মানুষের দুটি সহায়ক রেচন অঙ্গের নাম লেখো ?

উত্তর :-ত্বক ও যকৃত।

 

7.প্রশ্ন :-চিঙড়ির রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :-চিঙড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি ।

 

8.প্রশ্ন :-বৃক্ক থেকে কি হরমোন ক্ষরিত হয় ?

উত্তর :-এরিথ্রোপোয়েটিন ।

 

9.প্রশ্ন :-বৃক্কের গঠন গত ও কার্যগত একক কি ?

উত্তর :-নেফ্রন ।

 

10.প্রশ্ন :-কোন উপাদানের জন্যে মূত্রের রং হলুদ হয় ?

উত্তর :-ইউরোক্রোম ।

প্রশ্ন :-মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো ?

উত্তর :-গ্লুকোজ ও আলবুমিন । 


প্রশ্ন :-মূত্রের মাধ্যমে রক্ত নির্গত করা কে কি বলে ?

উত্তর :-হিমাচুরিয়া । 


প্রশ্ন :-যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় ?

উত্তর :-BCG। 


প্রশ্ন :-হুপিং কাশির কোন ভ্যাকসিন দেওয়া হয় ?

উত্তর :-DPT। 


প্রশ্ন :-ডায়রিয়া কি ঘাটিত রোগ ?

উত্তর :-ব্যাকটেরিয়া । 


প্রশ্ন :-কোন রোগে ফুসফুস আক্রাত হয় ?

উত্তর :-নিউমোনিয়া । 


প্রশ্ন :-ব্রেকবোন রোগ কি কিসের কারণে ?

উত্তর :-ডেঙ্গু । 


প্রশ্ন :-স্ত্রী মশা দ্বারা বাহিত রোগ কি ?

উত্তর :-ডেঙ্গু । 


প্রশ্ন :-একটি আলোকপ্রেমী উদ্ভিত হলো ?

উত্তর :-সূর্যমুখী । 


প্রশ্ন :-কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেয় ?

উত্তর :-ট্যান্সলি । 


প্রশ্ন :-একটি দীর্ঘদিব উদ্ভিত হলো ?

উত্তর :-পালং । 


প্রশ্ন :-কোন পদার্থ বিপাকের ফলে গদ উৎপন্ন হয় ?

উত্তর :-সেলুলোজ । 


প্রশ্ন :-নিকোটিন কোন গাছের পাতায় পাওয়া যাই ?

উত্তর :-তামাক । 


প্রশ্ন :-শামুকের রেচন অঙ্গের নাম কি  ?

উত্তর :-বৃক্ক। 


প্রশ্ন :-ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যাই ?

উত্তর :-আপেল । 


প্রশ্ন :-পতঙ্গের রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :-ম্যালপিজিয়াম নালিকা । 


প্রশ্ন :-উদ্ভিতের রেচন পদ্ধতির দুটি  নাম লেখো ?

উত্তর :-পত্রমোচন ও বাকলমোচন। 


প্রশ্ন :-কোন বহুকোষী প্রাণীর রেচন অঙ্গ অনুপস্থিত ?

উত্তর :-হাইড্রা । 


প্রশ্ন :-পুকুরের নেকটন কোন টি ?

উত্তর :-মাছ । 


প্রশ্ন :-ভ্যাকসিন প্রথম কোন  রোগের ক্ষেত্রে ব্যাবহার করা হয় ?

উত্তর :-গুটিবসন্ত । 


প্রশ্ন :-সবচেয়ে বারো আকারের এন্টিবডি?

উত্তর :-IgM। 

প্রশ্ন :-বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ?

উত্তর :-জেনার । 


প্রশ্ন :-পোলিও রোগের প্রতিষোধক কোনটি ?

উত্তর :-opv। 


প্রশ্ন :-জন্মের পর মানব শিশুকে কোন টিকা সোয়া উচিত ?

উত্তর :-BCG। 

প্রশ্ন :-lock -jaw  লক্ষণ কোন রোগে দেখা যাই ?

উত্তর :-টিটেনাস । 


প্রশ্ন :-কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লোকোজ নির্গত হয় ?

উত্তর :-মধুমেহ । 


প্রশ্ন :-কফি গাছের বীজ থেকে কি উপকার পাওয়া যাই ?

উত্তর :-ক্যাফেইন । 


প্রশ্ন :-মানব দেহে বৃহত্তম  গ্রন্থির নাম লেখো  ?

উত্তর :-লিভার । 


প্রশ্ন :-সবচেয়ে বোর ভাইরাস কোনটি ?

উত্তর :-গো বসন্তের ভাইরাস । 


প্রশ্ন :-মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি ?

উত্তর :-প্ল্যাঙ্কটন । 


প্রশ্ন :-রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমন  ধাতু কোন টি ?

উত্তর :-ক্যালসিয়াম । 


প্রশ্ন :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় ?

উত্তর :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় নিউক্লিয়াস কে । 


প্রশ্ন :-মানব দেহে সচেয়ে বড় খনিজ পদার্থের নাম কি ?

উত্তর :-সোডিয়াম । 


প্রশ্ন :-লোহিত কণিকার আয়ুকাল কত ?

উত্তর :-লোহিত কণিকার আয়ুকাল 120দিন ।