২২_১১_২৪
২২_১১_২৩
General science in bengali pdf part-2||সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
General science in bengali pdf ||সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
প্রশ্ন :- মাটিতে নাইট্রোজেন বন্ধন কোন মৌল সাহায্য করে ?
অ্যালুমিনিয়াম
আয়রন
ক্যালসিয়াম
জিঙ্ক
Ans-ক্যালসিয়াম
প্রশ্ন :-ত্বকের অনুভূতির সংগ্রাহক কোন টি
এক্সোডার্মিস
এন্ডোডার্মিস
এপিডার্মিস
কোনটি নয়
Ans-এপিডার্মিস
প্রশ্ন :-সচেয়ে বড় ভাইরাসের নাম কি ?
লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
লিউকো ভাইরাস
সিমিয়ান ভাইরাস
কোনটি নয়
Ans-লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম
প্রশ্ন :-কোন জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না ?
রোডোস্পাইরিলাম
সুনারিয়া
উচ্চতর উদ্ভিত
কোনটি নয়
Ans-রোডোস্পাইরিলাম |
প্রশ্ন :-রাসায়নিক ভাবে ইনসুলিন এর প্রকৃত নাম কি ?
পেপটাইড
নিউক্লিওসাইড
কার্বোহাইডেড
কোনটি নয়
Ans-পেপটাইড
প্রশ্ন :-নিচের কোন টি ফল নয় ?
আলু
আপেল
কুমড়ো
শশা
Ans-আলু
প্রশ্ন :-কোন উদ্ভিদের মুলে ভেলমেন দেখা যাই ?
গম
মটর
রাসনা
সুন্দরী
Ans-রাসনা
প্রশ্ন :-নিচের কোন টি থেকে বিলিরুবিন তৈরি হয় ?
হিমোগ্লোবিন
লাইসোজোম
রাইবোজোম
কোনটি নয়
Ans-হিমোগ্লোবিন
প্রশ্ন :-লালারসে প্রধানত কোন উৎসেচক ক্ষরিত হয় ?
মল্টেজ
মল্টোজ
টায়ালিন
পেপসিন
২২_১১_২২
ভূগোল প্রশ্ন উত্তর || geography gk bengali pdf share with you
ভূগোল প্রশ্ন উত্তর geography gk bengali pdf share with you
![]() |
geography gk in bengali |
২২_১১_২১
ভূগোল mcq প্রশ্ন উত্তর ১৫০ geography gk in bengali
ভূগোল mcq প্রশ্ন উত্তর ১৫০ geography gk in bengali
হ্যালো বন্ধুরা , আজ তোমাদের সাথে ভূগোল mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। আমরা চেষ্টা করি যে প্রশ্ন গুলি প্রতি বছর প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসছে সে গুলি তুলে ধারার। আশাকরি এই পর্বে যে geography gk গুলি আলোচনা করা হয়েছে সে গুলি তোমাদের উপকারে আসবে। bengali তে পিডিএফ টি নিচে দেওয়া আছে চাইলে সেখান থেকে নিতে পারো। geography gk in bengali তে যদি আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন।
প্রশ্ন :-মরুঅঞ্চলে চলমান বাড়িয়ারই কে কি বলে ?
উত্তর :-ধীমান
প্রশ্ন :-মরুঅঞ্চলে ক্ষয়প্রাপ্ত শিলা কে কি বলে ?
উত্তর :-ইনসেলবাজ।
প্রশ্ন :-মরুঅঞ্চলে শুস্ক নদী কি নাম পরিচিত ?
উত্তর :-মরুঅঞ্চলে শুস্ক নদী ওয়াদি নাম পরিচিত।
প্রশ্ন :-উল্কা পুড়ে ছাই হয় কোন স্তরে?
উত্তর :-মেসোস্ফিয়ারে উল্কা পুড়ে ছাই হয়।
প্রশ্ন :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান কত ?
উত্তর :-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান 78.08%
প্রশ্ন :-বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি ?
উত্তর :-গ্রীনহাউস গ্যাস।
প্রশ্ন :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান কত ?
উত্তর :-পৃথিবীর গড় অ্যালবেডো এর পরিমান ৩৪ %
প্রশ্ন :-তৃতীয় বিশ্বের দেশ গুলির মধ্যে গ্রীন হাউস গ্যাস সৃষ্টি করে কোন গ্যাস ?
উত্তর :-চীন।
প্রশ্ন :-বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণতা হওয়ার কারণ কি ?
উত্তর :-পরিবহন।
প্রশ্ন :-সূর্য সারাবছর লম্ব ভাবে বিরাজ করে কোন কোথায় ?
উত্তর :-০ ডিগ্রি তে।
প্রশ্ন :-মৌসুমী কথার অর্থ কি ?
উত্তর :-ঋতু।
প্রশ্ন :-ভারতের শীতকালীন বৃষ্টি পাত কোথায় হয় ?
উত্তর :-পশ্চিম ভারতে।
geography gk in bengali questiona and answer part-1
প্রশ্ন :-ভারতে দু বার বৃষ্টি পাত দেখা যাই কোন উপকূলে ?
উত্তর :-কারমন্ডল উপকূলে।
প্রশ্ন :-কোন ঋতুতে তামিলনাড়ুতে অম্লবৃষ্টি হয় ?
উত্তর :-গ্রীস্ম ঋতু তে ।
প্রশ্ন :-কলকাতায় কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?
উত্তর :- ১০ জুন।
প্রশ্ন :-তুলা চাষ কোন মাটিতে ভালো হয় ?
উত্তর :-কৃষ্ণ মাটি তে।
প্রশ্ন :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কি ?
উত্তর :-ল্যাটেরাইট মাটির প্রধান ফসল চীনাবাদাম।
প্রশ্ন :-ভারতে মাটি গবেষণাগার কোথায় আছে ?
উত্তর :-যোধপুরে।
প্রশ্ন :-মান্নার উপসাগর কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে ?
উত্তর :-ভারত ও শ্রীলঙ্কা।
প্রশ্ন :-ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বলে ও কেন ?
উত্তর :-বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ এখানে ভারতের সর্বাধিক ইলেকট্রিক শিল্প কেন্দ্র গুলি গড়ে উঠেছে। এছাড়া বেঙ্গালুরু তে IT ও অন্যান প্রযুক্তি বিদ্যার প্রচুর বিস্তার ঘটেছে।
প্রশ্ন :-বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে ?
উত্তর :-কার্পাস চাষে।
geography gk in bengali part-2
প্রশ্ন :-পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত ?
উত্তর :-3214 কিলোমিটার।
প্রশ্ন :-ত্রিপুরা বৃহত্তম অভয়ারণ্য কোনটি ?
উত্তর :-সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যটি।
প্রশ্ন :-ত্রিপুরাই কয়টি ব্লক আছে ?
উত্তর :- ৭ টি ব্লক আছে।
প্রশ্ন :-ভারতের পাট ক্ষেত্র কাকে বলে ?
উত্তর :-পলি মাটি নিম্ন গঙ্গা সমভূমি কে।
প্রশ্ন :-অরণ্য সপ্তাহ পালিত হয় কবে ?
উত্তর :-১৪ জুন থেকে ২১ জুন।
প্রশ্ন :-ভারতের চা উৎপাদন কোথায় বেশি হয় ?
উত্তর :-অসম।
প্রশ্ন :-ভারতের সর্বাধিক জল সেচ করা জয় কোন পদ্বতিতে ?
উত্তর :-কূপ ও নলকূপ।
প্রশ্ন :-শিল্পের শিল্প কাকে বলা হয় ?
উত্তর :-মোটর গাড়ি শিল্প কে শিল্পের শিল্প বলা হয়।
প্রশ্ন :-ভারতের জনবিরল রাজ্য কোন টি ?
উত্তর :-ভারতের জনবিরল রাজ্য সিকিম।
প্রশ্ন :-ভারতের কাশি কাকে বলা হয় ?
উত্তর :-মাদুরাই কে ভারতের কাশি বলা হয়।
প্রশ্ন :-পূর্ব ভারতের কাশ্মীর কাকে বলা হয় ?
উত্তর :-মনিপুর কে পূর্ব ভারতের কাশ্মীর বলা হয়।
প্রশ্ন :- ভারতের tech -city কাকে বলা হয় ?
উত্তর :-পুনে কে ভারতের tech -city বলা হয়।
প্রশ্ন :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল কোন শস্যের উপর ?
উত্তর :-ভারতের সবুজ বিপ্লবে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে ছিল গম শস্যের উপর।
geography gk in bengali part-3
প্রশ্ন :-সবুজ বিপ্লব কথাটি কে প্রথম আবিষ্কার করেন ?
উত্তর :-নরম্যান বোরোলগ।
প্রশ্ন :-প্রধান প্রধান রবি শস্য গুলি কি কি ?
উত্তর :-গম ,জব ,তৈলবীজ ,আলু , ডাল।
প্রশ্ন :-মোরাকোটালে চাঁদ ও সূর্যের অবস্থান পরস্পর কত কোন হয় ?
উত্তর :- সমকোণে।
প্রশ্ন :-পরিবেশ মিত্র বর্জ্য কোনটি ?
উত্তর :-চট।
প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল কোন টি ?
উত্তর :-পন্ডিচেরী।
প্রশ্ন :-নদীর নিক পয়েন্টের মধ্যে কি সৃষ্টি হয় ?
উত্তর :-নদীর নিক পয়েন্টের মধ্যে জলপ্রপাত সৃষ্টি হয়।
প্রশ্ন :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোন টি ?
উত্তর :-পৃথিবীর দীর্ঘতম হিমবাহ সিয়াচিন।
প্রশ্ন :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম লেখো ?
উত্তর :-সাহারার একটি যাযাবর উপজাতির নাম বেদুইন।
প্রশ্ন :-সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর :-সাইল্যান্ট ভ্যালি কেরলে অবস্থিত।
প্রশ্ন :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?
উত্তর :-চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে 1.3 sec
geography gk in bengali আরো প্রশ্ন উত্তর চান কমেন্ট করুন।
২২_১১_২০
the best geography gk in bengali pdf share
The best geography gk in bengali pdf share || জেনারেল নলেজ প্রশ্ন উত্তর ভূগোলের জি কে
![]() |
geography gk in bengali |
২২_১১_১৫
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর।। bengali gk।। geography gk
জেনারেল নলেজ প্রশ্ন।। bengali gk।। geography gk
![]() |
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর |
হ্যালো বন্ধুরা , আজ তোমাদের সঙ্গে জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। যারা প্রতিযুগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিছোতাদের জন্যে আজকের bengali gk গুলি খুব গুরুত্বপূর্ণ। একটা আমরা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর গুলি পিডিএফ আকারে দিয়েছি। চাইলে সেখান থেকে তোমরা নিতে পারো। আর যদি কোন বিষয়ের উপর gk প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমি সেই বিষয়ের উপর পিডিএফ করে দেবার চেষ্টা করবো।
1. প্রশ্ন :-কোন নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
উত্তর :-গোদাবরী নদী কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ।
1.প্রশ্ন :-ভারতের কোন নদী দু বার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর : মাহি নদী ।
3.প্রশ্ন :-কোন শহর কে ঈশ্বরের আবাস বলা হয়?
উত্তর :-কেরালা শহর কর ঈশ্বরের আবাস বলা হয় ।
4.প্রশ্ন :-ভারতের দীঘতম সড়ক সেতু কোনটি ?
উত্তর :-নেহেরু সেতু ।
5.প্রশ্ন :-পাঁচ টি নদীর দেশ বলা হয়?
উত্তর :-পাঞ্জাব ।
6.প্রশ্ন :-ভারতের বৃহতম চিড়িয়াখানা কোনটি ?
উত্তর :-ভারতীয় জাদুঘর কলকাতা ।
7.প্রশ্ন :-ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি ?
উত্তর :-দিল্লির কুতুব মিনার ।
8.প্রশ্ন :-ভারতের দীঘতম খাল কোন টি ?
উত্তর :-ইন্দ্রিরা গান্ধী খাল ।
9..প্রশ্ন :-ভারতের দীঘতম উপনদী কোন টি ?
উত্তর :-যমুনা ।
10...প্রশ্ন :-আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর :-সপ্তম ।প্রশ্ন :-ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তর :-মালদ্বীপ ।
প্রশ্ন :-ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র কোন টি ?
উত্তর :-চীন ভারতের বৃহতম প্রতিবেশী রাষ্ট্র।
প্রশ্ন :-ভারতের কেন্দ্র শাসিত রাজ্য গুলির মধ্যে বৃহতম কোনটি ?
উত্তর :-আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ।
প্রশ্ন :-ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তর :-সিকিম ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য।
প্রশ্ন :-মান্নান উপসাগর কোন দেশ কে ভারত থেকে বিচ্ছিন্ন্য করে আছে ?
উত্তর :-শ্রীলঙ্কা।
প্রশ্ন :-ভারতের দীঘতম বাঁধ কোনটি ?
উত্তর :-হীরাকুঁদ বাঁধ ভারতের দীঘতম বাঁধ ।
প্রশ্ন :-দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর :- আন্নাইমুদি।
প্রশ্ন :-ভারতের সব্বোর্চ জলপ্রপাত কোনটি ?
উত্তর :-গোরসোপ্পা ।
প্রশ্ন :-ভারতের কোন যদি বদ্বীপ গঠন করে ?
উত্তর :-গঙ্গা ও ব্রম্ভপুত্র ।
প্রশ্ন :-কোন যদি কে বিহারের শোক বলা হয় ?
উত্তর :-কোসি নদীকে ।
প্রশ্ন :-মিজো উপজাতি কোন রাজ্যের অন্তর্গত ?
উত্তর :-মিজোরাম ।
প্রশ্ন :-টোডো উপজাতি কোথায় পাওয়া যাই ?
উত্তর :-নীলগিরি পাহাড় ।
প্রশ্ন :-ভারতের বৃহতম উপজাতি কোনটি ?
উত্তর :-গোন্ড।
প্রশ্ন :-কোন কোন দেশের সীমান্তে তিনবিঘা করিডর রয়েছে ?
উত্তর :-ভারত ও বাংলাদেশ ।
প্রশ্ন :-পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত এর নাম কি ?
উত্তর :-আরাবল্লী ।
প্রশ্ন :-ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় ?
উত্তর :-ছোটোনাগপুরকে ।
প্রশ্ন :-ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্টি ?
উত্তর :-নর্মদা ।
প্রশ্ন :-ভারতের দক্ষিণে কোন মহাসাগর রয়েছে ?
উত্তর :-ভারত মহাসাগর ।
প্রশ্ন :-তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-২ জুন ২০১৪।
প্রশ্ন :-সিকিম রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-১৬ মে ১৯৭৫ ।
প্রশ্ন :-গোয়া রাজ্য কবে গঠিত হয় ?
উত্তর :-৩০ মে ১৯৮৭ ।
প্রশ্ন :-বেরিং স্রোত প্রবাহিত হয় কোন সাগরে ?
উত্তর :-প্রশান্তমহাসাগরে ।
প্রশ্ন :-পৃথিবীর গভীরতম সাগরের নাম কি ?
উত্তর :-প্রশান্তমহাসাগর ।
প্রশ্ন :-পৃথিবীর কত শতাংশ সমুদ্র দ্বারা বেষ্টিত ?
উত্তর :-৭১ % সমুদ্র দ্বারা বেষ্টিত।
প্রশ্ন :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে কি বলে ?
উত্তর :-সমুদ্রের মাঝে স্রোত হীন আগাছা কে শৈবাল বলে ।
প্রশ্ন :-জাপান স্রোতের অপর নাম কি ?
উত্তর :-কুরসীয় স্রোত ।
প্রশ্ন :-কোন সময়ে নদীতে বান ডাকে ?
উত্তর :-ভরা কোটালে ।
প্রশ্ন :- জোয়ার ভাটার সময়ের পার্থক্য কত ?
উত্তর :-৬ ঘন্টা ১৩ মিনিট ।
প্রশ্ন :- চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলে ?
উত্তর :-মুখ্য জোয়ার ।
প্রশ্ন :- পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে কি বলে?
উত্তর :-পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় হলে তাকে সিজিগি বলে ।
প্রশ্ন :- সিজিগি কোথায় অর্থ কি ?
উত্তর :-যোগ বিন্দু ।
প্রশ্ন :- বর্জ্যের চাপ কোথায় বেশি ?
উত্তর :-কলকাতায় বর্জ্যের চাপ কোথায়।
প্রশ্ন :- সীসা দূষণের ফলে কি রোগ হয় ?
উত্তর :-ডিস্লেক্সিয়া ।
২২_১১_১৩
The best 200 general science pdf in bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
আজ তোমাদের সাথে general science এর pdf টি শেয়ার করছি , যারা সৰকাৰী চাকরির পরীক্ষার জন্যে bengali gk এর সন্ধান করছিলে , তারা নিচে দেওয়া লিংক থেকে ডউনলোড করে নিতে পারো।এখানে প্রায় 200 এর বেশি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চলুন দেরি না করে আজকের general science থেকে কিছু গুরুত্বপূর্ণ gk দেখি :-
1. প্রশ্ন :-একটি অন্তঃপরজীবীর নাম কি ?
উত্তর :-একটি অন্তঃপরজীবীর নাম টিনিয়া ।
2. প্রশ্ন :-একটি মরুজ প্রাণীর নাম লেখো ?
উত্তর :-একটি মরুজ প্রাণীর হলো মোলক হরিদাস নামক গিরগিটি ।
3. প্রশ্ন :-ফণীমনসার কাটা কি ধরনের অঙ্গ ?
উত্তর :-পাতা ।
4. প্রশ্ন :-কোন প্রাণ কখনো জল প্রাণ করে না ?
উত্তর :-এন্টিলোপ ।
4. প্রশ্ন :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কি ?
উত্তর :-বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস সূর্য ।
5. প্রপ্রশ্ন :- তেঁতুলে কোন আসিড থাকে ?
উত্তর :- টারটারিক ।
6.প্রশ্ন :-মানুষের দুটি সহায়ক রেচন অঙ্গের নাম লেখো ?
উত্তর :-ত্বক ও যকৃত।
7.প্রশ্ন :-চিঙড়ির রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-চিঙড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি ।
8.প্রশ্ন :-বৃক্ক থেকে কি হরমোন ক্ষরিত হয় ?
উত্তর :-এরিথ্রোপোয়েটিন ।
9.প্রশ্ন :-বৃক্কের গঠন গত ও কার্যগত একক কি ?
উত্তর :-নেফ্রন ।
10.প্রশ্ন :-কোন উপাদানের জন্যে মূত্রের রং হলুদ হয় ?
উত্তর :-ইউরোক্রোম ।প্রশ্ন :-মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো ?
উত্তর :-গ্লুকোজ ও আলবুমিন ।
প্রশ্ন :-মূত্রের মাধ্যমে রক্ত নির্গত করা কে কি বলে ?
উত্তর :-হিমাচুরিয়া ।
প্রশ্ন :-যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় ?
উত্তর :-BCG।
প্রশ্ন :-হুপিং কাশির কোন ভ্যাকসিন দেওয়া হয় ?
উত্তর :-DPT।
প্রশ্ন :-ডায়রিয়া কি ঘাটিত রোগ ?
উত্তর :-ব্যাকটেরিয়া ।
প্রশ্ন :-কোন রোগে ফুসফুস আক্রাত হয় ?
উত্তর :-নিউমোনিয়া ।
প্রশ্ন :-ব্রেকবোন রোগ কি কিসের কারণে ?
উত্তর :-ডেঙ্গু ।
প্রশ্ন :-স্ত্রী মশা দ্বারা বাহিত রোগ কি ?
উত্তর :-ডেঙ্গু ।
প্রশ্ন :-একটি আলোকপ্রেমী উদ্ভিত হলো ?
উত্তর :-সূর্যমুখী ।
প্রশ্ন :-কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেয় ?
উত্তর :-ট্যান্সলি ।
প্রশ্ন :-একটি দীর্ঘদিব উদ্ভিত হলো ?
উত্তর :-পালং ।
প্রশ্ন :-কোন পদার্থ বিপাকের ফলে গদ উৎপন্ন হয় ?
উত্তর :-সেলুলোজ ।
প্রশ্ন :-নিকোটিন কোন গাছের পাতায় পাওয়া যাই ?
উত্তর :-তামাক ।
প্রশ্ন :-শামুকের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-বৃক্ক।
প্রশ্ন :-ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যাই ?
উত্তর :-আপেল ।
প্রশ্ন :-পতঙ্গের রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :-ম্যালপিজিয়াম নালিকা ।
প্রশ্ন :-উদ্ভিতের রেচন পদ্ধতির দুটি নাম লেখো ?
উত্তর :-পত্রমোচন ও বাকলমোচন।
প্রশ্ন :-কোন বহুকোষী প্রাণীর রেচন অঙ্গ অনুপস্থিত ?
উত্তর :-হাইড্রা ।
প্রশ্ন :-পুকুরের নেকটন কোন টি ?
উত্তর :-মাছ ।
প্রশ্ন :-ভ্যাকসিন প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যাবহার করা হয় ?
উত্তর :-গুটিবসন্ত ।
প্রশ্ন :-সবচেয়ে বারো আকারের এন্টিবডি?
উত্তর :-IgM।
প্রশ্ন :-বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ?
উত্তর :-জেনার ।
প্রশ্ন :-পোলিও রোগের প্রতিষোধক কোনটি ?
উত্তর :-opv।
প্রশ্ন :-জন্মের পর মানব শিশুকে কোন টিকা সোয়া উচিত ?
উত্তর :-BCG।
প্রশ্ন :-lock -jaw লক্ষণ কোন রোগে দেখা যাই ?
উত্তর :-টিটেনাস ।
প্রশ্ন :-কোন রোগে মূত্রে অতিরিক্ত গ্লোকোজ নির্গত হয় ?
উত্তর :-মধুমেহ ।
প্রশ্ন :-কফি গাছের বীজ থেকে কি উপকার পাওয়া যাই ?
উত্তর :-ক্যাফেইন ।
প্রশ্ন :-মানব দেহে বৃহত্তম গ্রন্থির নাম লেখো ?
উত্তর :-লিভার ।
প্রশ্ন :-সবচেয়ে বোর ভাইরাস কোনটি ?
উত্তর :-গো বসন্তের ভাইরাস ।
প্রশ্ন :-মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি ?
উত্তর :-প্ল্যাঙ্কটন ।
প্রশ্ন :-রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমন ধাতু কোন টি ?
উত্তর :-ক্যালসিয়াম ।
প্রশ্ন :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় ?
উত্তর :-কোষের মস্তিস্ক কাকে বলা হয় নিউক্লিয়াস কে ।
প্রশ্ন :-মানব দেহে সচেয়ে বড় খনিজ পদার্থের নাম কি ?
উত্তর :-সোডিয়াম ।
প্রশ্ন :-লোহিত কণিকার আয়ুকাল কত ?
উত্তর :-লোহিত কণিকার আয়ুকাল 120দিন ।